বিনোদন ডেস্ক : বলিউডে এমন একটা সময় ছিল যখন অভিনেত্রী জুহি চাওলা ছিলেন ভারতের সবথেকে জনপ্রিয় অভিনেত্রী। আমির খান হোক কিংবা শাহরুখ খান সবার সাথেই তিনি একাধিক ছবিতে অভিনয় করেছেন। তার প্রত্যেকটি ছবি একটা সময় হত সুপারহিট। এমনকি বলিউডের অন্যান্য জনপ্রিয় তারকার সাথেও তিনি একাধিক ছবিতে অভিনয় করেছেন।
তিনি যখন নিজের ক্যারিয়ারের একেবারে শীর্ষে রয়েছেন সেই সময় ১৯৯৭ সালে ২৮ নভেম্বর রিলিজ হয়েছিল ইশক ছবিটি। এই ছবিতে অভিনয় করেছিলেন অজয় দেবগন, আমির খান, জুহি চাওলা এবং কাজলের মতো তারকারা। এই ছবির আজকে ২৫ বছর পূর্ণ হচ্ছে। ছবিটি পুরনো হলেও এখনও অনেকের মনেই গেঁথে রয়েছে এই ছবির একাধিক দৃশ্য। বক্স অফিসে ছিল এই ছবিটি একেবারে সুপারহিট এবং এই কমেডি ছবিটি প্রচুর টাকার ব্যবসা করেছিল ভারতে।
তবে এই ছবির শ্যুটিংয়ের সময়েই ভেঙে গিয়েছিল একটি জুটি। এই জুটি ছিল আমির খান এবং জুহি চাওলার। আসলে আমির খান কিন্তু নিজের বন্ধুদের সাথে প্র্যানক করতে অত্যন্ত পছন্দ করতেন। তিনি সব সময়েই নিজের বন্ধুদের এবং সহ তারকাদের সঙ্গে মজা করতেন। কিন্তু জুহি চাওলার এই বিষয়টা খুব একটা ভালো লাগেনি। এরপরে তাদের দুজনকে একসাথে কোনো ছবিতেই দেখা যায়নি।
আমির জুহিকে বলেছিলেন তিনি অ্যাস্ট্রোলজি জানেন এবং তিনি জুহি চাওলার হাত দেখতে চেয়েছিলেন। যখনই তিনি তাকে হাত দেখার জন্য বললেন তখন আমির খান সরাসরি তার হাতের উপরে থুতু ফেলে দেন। এই বিষয়টি নিয়ে জুহি অত্যন্ত রেগে যান এবং তারপর তার সঙ্গে কথা বন্ধ করে দেন। যদিও ছবির শ্যুটিংয়ের উপরে তারা কোনো প্রভাব পড়তে দেননি। শ্যুটিংয়ের সেটে যেখানেই জুহি থাকতেন সেখানে আমিরকে দেখা যেত না। অন্যদিকে, শুধুমাত্র যখন কোনো শট দিতে হতো শুধুমাত্র তখন দুজনকে একসাথে দেখা যেত।
যদিও একটি ইন্টারভিউতে আমির খান জানিয়েছিলেন এই ছবি রিলিজ হবার প্রায় সাত বছর পরে হঠাৎ করেই একদিন জুহি চাওলা আমিরকে ফোন করেন। তাই ফোন করার মূলত কারণ ছিল, আমির খানের ডিভোর্স। তিনি তাকে বোঝান যেনো আমির খান তার স্ত্রীকে ডিভোর্স না দেন এবং তিনি যেনো এই সম্পর্ক বিচ্ছেদের কথা না ভাবেন। যদিও সেই সম্পর্ক শেষ পর্যন্ত ভেঙে যায়। তারপর তাদের দুজনের সম্পর্ক আবার কিছুটা ঠিক হয় এবং তিনি আমিরের আগামী ছবি লাল সিং চড্ডাতে আবার দেখা দেবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।