বিনোদন ডেস্ক : ফ্লপ করেছে আমির খানের ছবি। অমির খানের এই ‘কঠিন সময়ে’ তাঁকে তীব্র অপমান করলেন রাখী সাওয়ান্ত! লাল সিং চাড্ডার চরম ভুল উচ্চারণ করলেন তিনি। ‘চাড্ডা’ শব্দটি বদলে দিলেন ‘চাড্ডি’-র সঙ্গে! ‘কন্ট্রোভার্সি কুইন’-কে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, লাল সিং চাড্ডা! এতেই ওঠে হাসির রোল।
ভারতে ‘সুপার ফ্লপ’ করেছে আমির খানের ছবি Laal Singh Chaddha, মত সমালোচকদের। এই ছবি মুক্তির আগে থেকেই তা বয়কটের ডাক দেওয়া হয়েছিল। ছবিতে আমির খানের মতো সুচারু অভিনেতা থাকা সত্ত্বেও তা সমালোচকদের মন কাড়তে পারেনি ছবিটি।
এমনকী, এই সুপারস্টারের অভিনয়ও সমালোচিত হয়। বক্স অফিসে এই ছবি যখন মুখ থুবড়ে পড়েছে সেই সময় আমিরের ফিল্মকে চরম অপমান করলেন বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্ত! তাঁকে লাল সিং চাড্ডা নিয়ে প্রশ্ন করা বলে অভিনেত্রী পাপ্পারাৎজিকে প্রশ্ন করে পালটা প্রশ্ন করেন, “লাল সিং চাড্ডি…”। মুহূর্তে উপস্থিত সংবাদ মাধ্যমের কর্মীদের মধ্যে হাসির ঢেউ উঠেছিল। যদিও পরক্ষণেই বিষয়টি সামলে নিয়েছিলেন রাখী সাওয়ান্ত।
তিনি বলে ওঠেন, “ওহ্, লাল সিং চাড্ডা…”। পরক্ষণেই তিনি সংবাদ মাধ্যমের কর্মীদের উদ্দেশ্যে আবেদন করেন, কেউ এই ভিডিয়ো পোস্ট করবেন না। আমার আমির স্যারকে অপমান করার কোনও উদ্দেশ্য ছিল না।” এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় গ্ল্যামার দুনিয়ায়। তবে এই অভিনেত্রী ঠারে ঠোরে বুঝিয়ে দিয়েছেন, এই ঘটনা নেহাতই তাঁর ‘স্লিপ অফ টাং’।
উল্লেখ্য, ‘লাল সিং চাড্ডা’ ছবিটি বক্স অফিস বা দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। সমালোচিত হয়েছে আমির খানের অভিনয়ও। ১৮০ কোটি টাকা দিয়ে এই ছবিটি তৈরি করা হয়েছিল।
প্রায় ১৫ বছর ধরে চেষ্টার পর অস্কার জয়ী ছবি ‘ফরেস্ট গাম্প’-এর সত্ত্ব কেনেন আমির খান। এই ছবির শ্যুটিং হয়েছে চার বছর ধরে। ছবি নিয়ে প্রত্যাশা ছিল বিস্তর। যদিও ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই রীতিমতো ‘মুখ হাঁড়ি’ হয়েছে ভক্তদের। অতিনাটকীয়তা নিয়েও উঠেছে বিস্তর অভিযোগ।
দশ দিনে মাত্র ৫০ কোটির কাছাকাছি টাকা রোজগার করেছে এই ছবিটি। আদৌ তা ১০০ কোটির ব্যবসা করতে পারবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। সোশ্যাল মিডিয়া জুড়ে এই ছবিটি বয়কটের জন্য হ্যাচট্যাগ চালানো হয়েছিল।
এর প্রভাবও ছবিটির উপর পড়ে বলে মতামত বিশেষজ্ঞদের। তবে ভারতে এই ছবিটি মুখ থুবড়ে পড়লেও দেশের বাইরে ছবিটি ব্যাপক সাড়া পেয়েছে। উল্লেখ্য, গত এক বছরে সেভাবে বলিউডের কোনও ছবিই সেভাবে বক্স অফিসে কামাল করতে পারেনি।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.