বিনোদন ডেস্ক : এদিকে, দক্ষিণী সিনেমাগুলি যেমন মানুষের মন জয় করে নিচ্ছে তেমন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা ও অভিনেত্রীরাও সারা দেশের জনপ্রিয় হয়ে উঠছেন। এবং তাদের ভক্ত দিন দিন ক্রমবর্ধমান। অপরদিকে, বলিউড জগতের সিনেমাগুলি বক্স-অফিসে মুখ থুবড়ে পড়ছে। এমনকি, বলিউড অভিনেতা ও অভিনেত্রী বিশেষ বিশেষ কিছু কারণে মানুষের কাছে অপছন্দের কারণ হয়ে উঠছে। এমনি দুই-বলিউড তারকা আজকের খবরের শিরোনামে।
যার মধ্যে একটি হলো বলিউড অভিনেতা আমির খান। এই সুপারস্টারের আসন্ন ছবি “লাল সিং চাড্ডা”বক্স-অফিসে মুক্তি পাওয়ার আগেই প্রতিবাদের ঝড় উঠে গিয়েছে। প্রতিবাদকারীরা কারণ হিসেবে বলছে আমিরের পুরনো বক্তব্য ও তার কর্মকাণ্ড। এবং এই একই ছবির আমির খানের বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর, এই অভিনেত্রীরও পুরনো কুরুচিকর উক্তি ছবিটির বয়কটের ডাক তুলেছে।
জানিয়ে রাখি, আমির খান অভিনীত ‘পিকে’ ছবি নিয়ে দর্শকরা খুব ক্ষুব্দ হয়েছিল। কারণ তিনি ভগবান শিব কে নিয়ে ঠাট্টা করেছিলেন। এবং তার একটি পুরনো মন্তব্য যেখানে তিনি বলেছিলেন, শিব লিঙ্গের উপর দুধ চড়ানো মনে শুধু অপচয়। এর চেয়ে অনাথ শিশুদের দান করা ভালো।
এছাড়া মুক্তি পাওয়া ‘দ্যা কাশ্মীর ফাইল’ ছবির সমর্থনে তিনি বলেছিলেন, এই ছবিটি আমাদের দেশের একটি তিক্ত সত্য, ছবিটি সকলের দেখা উচিত। কিন্তু আমির খানের এই বক্তব্যকে নেটিজেনরা তার নিজের ছবির প্রচারমূলক দৃষ্টান্ত চিহ্নিত করছে। তাছাড়া প্রতিবাদকারীরা বয়কট এর পিছনে আরও একটি কারণ তুলে ধরেছে। তথ্যানুযায়ী, আমির খানের আসন্ন ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং চলাকালীন তিনি ভারতের চিরশত্রু তুরস্কের প্রেসিডেন্টের সাথে দেখা করতে গিয়েছিলেন। তুরস্ক এমনই একটা দেশ যে সবসময় ভারতের বিরোধিতা করে পাকিস্তানের পক্ষ নিয়েছে।
উক্ত ছবিটির আমির খানের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী কারিনা কাপুর। তারও এক পুরনো বক্তব্য মানুষের কাছে অভক্তি কর। যেখানে কারিনা কাপুর বলেছিলেন, মানুষরা নিজেরাই স্টার কিডসদের ছবি দেখতে যায় পরে আবার তারাই স্বজনপ্রীতির জন্য কাঁদে। মানুষ স্টার কিডসদের এতই ঘৃণা করে তাহলে তাদের সিনেমা দেখতে যাওয়া উচিত না। তাঁর এই পুরনো বক্তব্যকে ঘিরেও তৈরি হয়েছে নানান জল্পনা-কল্পনা। যা এইসবের কারণে ‘লাল সিং চাড্ডা’ চলচ্চিত্রটি বয়কটের ডাক দিচ্ছে নেটিজেনরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।