আমির খানের সঙ্গে কাজ করতে চান অস্কারজয়ী মিশেল ইয়ো

মিশেল ইয়ো ও আমির খান

বিনোদন ডেস্ক : ৯৫তম অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন অভিনেত্রী মিশেল ইয়ো। অস্কারের ৯৫ বছরের ইতিহাসে কোনো এশিয়ান নারী সেরা অভিনেত্রীর পুরস্কার পাননি। মিশেল সেই রেকর্ড গড়ে নাম লেখালেন ইতিহাসের পাতায়। ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ চলচ্চিত্রে এই অভিনেত্রীর অভিনয় মুগ্ধ করেছে দর্শক-সমালোচকদের। বিশ্বজুড়ে এখন তারই জয়জয়কার।

মিশেল ইয়ো ও আমির খান

মিশেল এখন সকলের প্রিয় মুখ হলেও অভিনেত্রীর প্রিয় তারকার নাম জানতে ভক্তরা বেশ উৎসুক। অনেকেই হয়তো জানেন না, বলিউডের আমির খানের দারুণ ভক্ত মিশেল! মি. পারফেকশনিস্টের সাথে সিনেমা করার ইচ্ছাও জানিয়েছিলেন মিশেল।

অভিনেত্রী একটি পুরনো সাক্ষাৎকারে আমিরের প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করেছিলেন। মিশেল বলেছিলেন যে তিনি আমির খানের সাথে কাজ করেননি তবে তারা উভয়েই একটি এনজিওর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন যেটি পরিবেশ সংরক্ষণের বিষয়ে কাজ করে।

আমির সম্পর্কে অভিনেত্রী আরো বলেছিলেন, তিনি আমিরের কাজের একজন দুর্দান্ত ভক্ত। তার মতে, আমির শুধু একজন অবিশ্বাস্য অভিনেতাই নন, তিনি একজন মানবতাবাদী। তিনি আশা করেন যে তিনি খুব শীঘ্রই আমিরের সাথে কাজ করার সুযোগ পাবেন। মিশেলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি আমিরের সুপারহিট চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’ দেখেছেন কিনা যার উত্তরে তিনি বলেছিলেন, “অবশ্যই! আমার মনে হয় না এমন কেউ আছে যে এটি দেখেনি।”

শরীরের ৭টি জায়গায় ভুলেও হাত দিবেন না

১৯৯৭ সালে জেমস বন্ড চলচ্চিত্র ‘টুমরো নেভার ডাইস’-এ সাবেক বন্ড পিয়ার্স ব্রসনানের সাথে একজন চীনা গুপ্তচর চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী দর্শকপ্রিয়তা পান মিশেল। ২০২২ সালে ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’-এ তিনি এভলিন ওয়াং চরিত্রে অভিনয় করেন এবং নিজের অভিনয়শৈলী দিয়ে বিশ্বব্যাপী দর্শকদের মন জয় করে নেন। পেয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কার।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া