আমির-কন্যার বিয়েতে মেজাজ গরম অমিতাভ-জায়ার

অমিতাভ

বিনোদন ডেস্ক : রাগ নাকি তার নাকের ডগায়, এই নিয়ে ওয়াকিবহাল গোটা বলিউড। ছবিশিকারিদের সঙ্গে বরাবর আদায়-কাঁচকলায় সম্পর্ক তার। অনুমতি ছাড়া ছবি তুললেই খাপ্পা হয়ে যান বলিউডের ‘জয়াজি’। মাঝরাস্তায় দাঁড়িয়ে বর্ষীয়ান বলিউড অভিনেত্রী জয়া বচ্চন তাদের ধমক দিচ্ছেন, এমন দৃশ্যও দেখেছেন নেটাগরিকরা।

অমিতাভ

এবার আমির-কন্যা ইরা খানের রিসেপশন পার্টিতে গিয়ে চোখেমুখে বিরক্তি জয়ার। আলোকচিত্রীরা তার ছবি তুলতে গেলেই ফের কেন মেজাজ হারালেন অমিতাভ-জায়া?

শনিবার (১৩ জানুয়ারি) মুম্বাইতে ছিল ইরা-নূপুরের রিসেপশন পার্টি। গোটা বলিউড নিমন্ত্রিত ছিল ইরার রিসেপশনে। খান থেকে বচ্চন, কুমার, দেওল সকলেই নিমন্ত্রিত ছিলেন আমিরের একমাত্র মেয়ের রিসেপশনের অনুষ্ঠানে। আমিরের মেয়ের বিয়েতে বচ্চন পরিবার থেকে এলেন জয়া। মা-কে সঙ্গ দিলেন মেয়ে শ্বেতা বচ্চন নন্দা। তাদের সঙ্গেই অনুষ্ঠান কক্ষে ঢোকেন সোনালি বেন্দ্রে। সেই সময় হাসিমুখে ছিলেন তিনি। তারপরই আচমকা সোনালি-শ্বেতার সঙ্গে পোজ না দিয়েই হেঁটে বেরিয়ে যান।

বাজারে নতুন পেঁয়াজ আসলেও নাগালের বাইরে দাম

মাকে ছাড়াই সোনালির সঙ্গে ছবি তোলেন শ্বেতা। কিন্তু ততক্ষণে ছবিশিকারিরা জয়ার ছবি তোলার জন্য গলা ফাটাতে শুরু করেন। তাতেই যেন একেবারে তুঙ্গে মেজাজ। আলোকচিত্রীদের দেখিয়ে বলেন, ‘‘কারা তোমরা?’’ পাশাপাশি পোজ দেয়া নিয়ে মন্তব্য করলে জয়া তাদের উদ্দেশে বলেন, ‘‘এখন তোমাদের কাছে শিখতে হবে নাকি কী ভাবে পোজ দিতে হয়?’’ মেজাজের পারদ চড়ছে দেখে আলোকচিত্রীরাও খুব একটা আর জোরাজুরি করেননি জয়ার ছবি তোলার জন্য।