৭ দিনে ৩ লিগে খেললেন আমির

Amir

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৪ বছর পর জাতীয় দলে ফেরার পর যেন মোহাম্মদ আমিরের চাহিদা অনেক গুণ বেড়ে গেছে। তা না হলে এক সপ্তাহের ব্যবধানে তিন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেন কীভাবে পাকিস্তানি পেসার।

Amir

ঘটনাটা একটু বিস্ময়কর হলেও সত্যি যে, এক সপ্তাহের ব্যবধানে ৩ টি ভিন্ন ভিন্ন লিগে খেলেছেন আমির। যার শুরুটা হয়েছে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি ব্লাস্ট দিয়ে।

ডার্বিশায়ার ফ্যালকনসের হয়ে ৫ ম্যাচ খেলে ৩ উইকেট নেন আমির। দলটির হয়ে সবশেষ ১৯ জুলাই ম্যাচ খেলেন বাঁহাতি পেসার।
দ্বিতীয় টুর্নামেন্ট হিসেবে খেলেন ইংল্যান্ডের দ্য হানড্রেড লিগে। অবশ্য ওভাল ইনভিন্সিবলসের হয়ে ২৩ জুলাইয়ের ম্যাচটা খেলার কথা ছিল না তার।

তবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ওভালের হয়ে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেন্সার জনসন খেলতে না পারায় পাকিস্তানি পেসারকে দলে ভেড়ায় ওভাল। দলটির সঙ্গে এক ম্যাচ খেলার চুক্তি ছিল। কারণ এই সময় অস্ট্রেলিয়ার পেসার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স দলের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ ছিল।
তাই জনসনকে আবারো জায়গা ছেড়ে দিতে হয় আমিরকে।

তবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে যাওয়ার আগে ওভালের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন আমির। ৭ রানে ২ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন তিনি। গত ২৫ জুলাই আবার কানাডায় ভ্যানকুবার নাইটসের হয়ে খেলেন ৩২ বছর বয়সী পেসার। এতে করে মোট ৭ দিনে ৩ লিগে খেলেছেন তিনি।