স্পোর্টস ডেস্ক : অবসর ভেঙে ফেরার ঘোষণা পর পাকিস্তান দলে ফিরলেন মোহাম্মদ আমির। প্রায় সাড়ে তিন বছর পর জাতীয় দলের বাইরে থাকা বাঁহাতি এ পেসারকে নিউজিল্যান্ড সিরিজের দলে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ঘোষিত ১৭ সদস্যের এই দলে আরও ফিরেছেন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেওয়া ইমাদ ওয়াসিমও। এ ছাড়া চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা পেসার নাসিম শাহ আর মাঝে সংযুক্ত আরব আমিরাতে থিতু হয়ে যাওয়া উসমান খানকেও ডাকা হয়েছে জাতীয় দলে।
পাকিস্তানের হয়ে সর্বশেষ ৩২ বছর বয়সী আমির খেলেছিলেন ২০২০ সালের আগস্টে। সেই বছরের ডিসেম্বরে পিসিবি কর্মকর্তা ও টিম ম্যানেজমেন্টের ওপর ‘মানসিক অত্যাচার’ চালানোর অভিযোগ তুলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।
এরপর গত তিন বছরে পরিবার নিয়ে ইংল্যান্ডেই বেশি সময় কাটিয়েছেন আমির। অবসরের সময় পিসিবির চেয়ারম্যান ছিলেন যিনি, সেই রমিজ রাজা দায়িত্ব থেকে সরে যাওয়ার পর থেকে একাধিকবার আমিরের জাতীয় দলে ফেরার গুঞ্জন শোনা গেছে। গত মাসে নিজেই জানান, জাতীয় দলে ডাকা হলে তিনি খেলতে প্রস্তুত।
আমিরের কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন গত ডিসেম্বরে অবসর নেওয়া ইমাদ ওয়াসিমও। পরে এই দুজনকে ২৯ সদস্যের ফিটনেস ক্যাম্পে ডাকা হয়। আজ লাহোরে আয়োজিত সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেন চার নির্বাচক ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ইউসুফ, আবদুর রাজ্জাক ও আসাদ শফিক।
আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে নিউজিল্যান্ড-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মির, উসমান খান ও জামান খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।