বিনোদন ডেস্ক: মাত্র ১২ দিনেই ৪০০ কোটির অঙ্ক ছুঁয়েছে সানি দেওল আমিশা প্যাটেলের ‘গদর ২’। তবে আমিশার শুরুটা হয় প্রায় ২৩ বছর আগে। ‘কহো না প্যার হ্যায়’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ। তার পর গদর ছবিতে সুযোগ।
২০০০ ও ২০০১ সালে পর পর দুটি ছবি মুক্তি পায় তার। দুই ছবিই তুমুল সাফল্য পায়। যে কোনও অভিনেতার জীবনে এমন ঘটনা বেশ বিরল। কেরিয়ারের শুরুতেই পর পর দুটি ছবি হিট। গোড়াতেই সাফল্যের স্বাদ পান অমিশা।
তবে ‘গদর’-এর বিপুল জনপ্রিয়তার পর আমিশা জুটি বাঁধেন সালমান খানের সঙ্গে। ২০০২ সালে মুক্তি পায় ‘ইয়ে হ্যায় জলওয়া’। পর পর হিটের পর প্রথম ব্যর্থতা আমিশার। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি। এত বছর পর এই ছবির ব্যর্থতার জন্য সালমানের প্রসঙ্গ টানলেন অভিনেত্রী!
আমিশার কথায়, ‘‘এই ছবি ডেভিড ধওয়ানের কেরিয়ারের অন্যতম সেরা ছবি হিসাবে ধরা যেতে পারে। সালমানকেও এত সুন্দর নায়কসুলভ এর আগে কোনও ছবিতে মনে হয়নি।’’ তা হলে সমস্যা কোথায়?
আমিশার মতে, ‘‘‘ইয়ে হ্যায় জলওয়া’ ছবিটি সে ভাবে জায়গা করে নিতে পারেনি। তার পিছনে সংবাদমাধ্যমের অবদান রয়েছে। কারণ, সে বছর সংবাদমাধ্যম ব্যস্ত ছিল সালমান খানের ‘হিট অ্যান্ড রান’ কেস নিয়ে। না হলে ছবি ভাল চলতই,’’ আক্ষেপ অভিনেত্রীর।
মুম্বাইয়ের রাস্তায় বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণে ফুটপাথে শুয়ে থাকা একজন নিহত হন। আহত হন তিন জন। অভিনেতার বিরুদ্ধে অপরাধমূলক হত্যার মামলা দায়ের হয়েছিল। যদিও শেষ পর্যন্ত বেকসুর প্রমাণিত হন সালমান। তবে অমিশার মতে, এই ছবির মুক্তির সময়ই সালমান জড়িয়ে পড়েছিলেন বিতর্কে। তার প্রভাব পড়েছিল ছবিতেও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।