বিনোদন ডেস্ক : ববিজি আমাকে জড়িয়ে ধরলেন, তখনই চেঁচামেচি শুরু হয়ে যায়। বলতে থাকে, আরে ছোড় উসকো, বো তো তেরি ভাইকি আমানত হ্যায় (আরে ওকে ছাড়, ও তো তোর ভাইয়ের আমানত)। তারা সিং ওকে পাকিস্তান থেকে এনেছে।
‘গদর: এক প্রেম কাথা’ মুক্তি পায় ২০০১ সালে। সে সময় মুভিটি সুপারহিট হয়। ছবিতে সানি দেওল ও আমিশার রোম্যান্স দর্শকদের এখনও মনে পড়ে। আর তাই সেই দর্শকদের কথা মাথায় রেখে নির্মাতা ‘গদর ২’-এর নির্মাণ করছেন। আগামী ১১ আগস্ট মুক্তি পাবে মুভিটি। ছবি মুক্তি উপলক্ষে একটি শো-তে হাজির হতে চলেছেন আমিশা প্যাটেল ও সানি দেওল।
তারই একটি প্রোমো পোস্ট করেছে চ্যানেল কর্তৃপক্ষ। সেখানে আমিশা প্যাটেলকে হামেশা প্যাটেল বা সবসময় প্যাটেল বলে ডাকেন কৃষ্ণা। কাপিল শর্মা তার ভুল ধরিয়ে দিলে কৃষ্ণা বলেন, উনি আসলে সবসময় প্যাটেলই থাকবেন। মানে আমিশা প্যাটেলের বিয়ে নিয়ে মজা করেন তিনি। অবশ্য আমিশাও তাতে হেসেই ফেলেন। আগের শুটিংয়ের স্মৃতিচারণা করতে গিয়ে আমিশা হামরাজ ছবির শুটিং চলাকালীন একটি ঘটনা শেয়ার করেন। আমিশা বলেন, ওর (সানি দেওল) ভাই ববি দেওলের সঙ্গে হামরাজের শুটিংয়ে চারদিকে বহু লোকজনের ভিড়।
আশপাশের বাড়ির ছাদে উঠে লোক শুটিং দেখছেন। যখনই ববিজি আমাকে জড়িয়ে ধরলেন, তখনই চেঁচামেচি শুরু হয়ে যায়। বলতে থাকে, আরে ছোড় উসকো, বো তো তেরি ভাইকি আমানত হ্যায় (আরে ওকে ছাড়, ওতো তোর ভাইয়ের আমানত)। তারা সিং ওকে পাকিস্তান থেকে এনেছে।’
শোয়ে ‘তারা সিং’ স্টাইলেই পোশাক পরেছেন সানি দেওল। কপিল তাকে মজা করে বলেন, ‘বেশ কিছুদিন ধরেই দেখছি আপনি যেখানেই যাচ্ছেন তারা সিং সেজে যাচ্ছেন। তাই অর্চনাজি জিগ্গেস করছিলেন আপনি আজ গাড়ি নিয়ে এসেছেন নাকি ট্রাক (যেহেতু তারা সিং ট্রাক চালায়)। উত্তরে মজা করে অর্চনা সিংয়ের উদ্দেশে সানি মজা করে বলেন, ‘আমি ভাবলাম ওনাকেও সঙ্গে নিয়ে যেতে হবে, তাই ট্রাকই প্রয়োজন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।