বিনোদন ডেস্ক: প্রায় দুই বছর হলো ইরফান খানকে হারিয়েছে বলিউড। তাকে স্মরণ করে ইরফানপুত্র বাবিল খানকে একটি চিঠি লিখেছেন অমিতাভ বচ্চন। চিঠিটি বাবিল তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। কম্পোজ করা চিঠিটিতে অমিতাভের নাম ও বাড়ির ঠিকানা দেখা যায়। ১৭ মার্চ অমিতাভ এ চিঠি লেখেন। মূলত বাবিলের একটি চিঠির জবাবে অমিতাভ এ চিঠি লিখেছেন।
অমিতাভ লিখেছেন, “তোমার আন্তরিক পত্রের জন্য ধন্যবাদ। জীবন ক্ষণস্থায়ী এবং মৃত্যু অমোঘ, কিন্তু ‘বন্ধুত্ব’ মৃত্যুকে অতিক্রম করে যায়। যারা চলে যান, তাদের সঙ্গে তৈরি হওয়া স্মৃতি থেকে যাওয়া মানুষের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব রেখে যায়। আমরা প্রতিনিয়ত কোনো না কোনো শব্দবন্ধ, কৌতুক বা কাজের মধ্য দিয়ে আমাদের প্রিয়জনকে স্মরণ করি। এর মাধ্যমে মৃত হয়েও আমাদের মধ্যে তারা জীবন্ত থাকেন।
তোমার বাবা ইরফান, একজন অসাধারণ মানুষ ছিলেন। যাদের জীবনে কোনো না কোনোভাবে ইরফানের অবদান আছে, তাদের জীবন সুন্দর হয়েছে। সংক্ষিপ্তভাবে হলেও অনুপ সিংয়ের লেখার মুখবন্ধে ইরফান সম্পর্কে আমার চিন্তা ও অনুভূতি প্রকাশ করতে পারার বিষয়টি আমার জন্য একটি আবেগপূর্ণ অনুভূতি। তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করি।
তুমি, তোমার ভাই আয়ান ও তোমার মা সুতপার জন্য আমার শুভেচ্ছা।’’
২০১৮ সালে ইরফান খানের নিউরোএনডক্ট্রিন ক্যান্সার ধরা পড়ে। তিনি চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন। এ অবস্থায় ২০২০ সালের ২৯ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর এক সপ্তাহ আগে তার শেষ সিনেমা আংরেজি মিডিয়াম মুক্তি পায়। ইরফানের সঙ্গে অমিতাভ বচ্চনের বেশি কাজ করা হয়নি। ২০১৫ সালে সুজিত সিরকারের পিকুতে তারা একসঙ্গে কাজ করেন।
অমিতাভের পুরো চিঠিটি কম্পোজ করা হলেও অমিতাভ নিজ হাতে স্বাক্ষর করেছেন। পাশাপাশি শুরুতে ‘মাই ডিয়ার বাবিল’ও অমিতাভের স্বহস্তে লেখা। বাবিল কিছুদিনের মধ্যেই অন্বিতা দত্তের পরিচালনায় ক্বালা সিনেমার মাধ্যমে অভিষেক করতে যাচ্ছেন। তার সঙ্গে এ সিনেমায় তৃপ্তি ডিমরি এবং স্বস্তিকা মুখার্জিকে দেখা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।