ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে অমিতাভ বচ্চনের নাম

অমিতাভ বচ্চন

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১৮’জুলাই হবে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাই করতে দেশটির প্রধান রাজনীতিক দলগুলো কাজে লেগে পড়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস
অমিতাভ বচ্চন
কয়েকদিন থেকেই ভারতের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে অমিতাভ বচ্চনের নামটি শোনা যাচ্ছে। তবে এই এই বিষয়টি আরো জোড়ালো হয় বুধবার রাতে বিরোধীদের প্রার্থী কে হচ্ছেন তা জানতে, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তৃণমূল সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে ফোন করার পর থেকে। রাজনাথ বলেন, দেশের সর্বোচ্চ পদটি নিয়ে নির্বাচন হোক তা চায় না বিজেপি।

অমিতাভ বচ্চন ছাড়াও বিজেপির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নাম আছে দীনেশ ত্রিবেদী, ঝাড়খন্ড এর প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু, বর্তমান রাজ্যপাল অনুসূয়া উইক, কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। প্রেসিডেন্ট প্রার্থীর তালিকা অমিতাভ বচ্চনের নাম শোনা যাওয়ার পর বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া দেখা যায়, এটি বিজেপির একটি কৌশলী পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। বিজেপির ধারণা এই নামটি নিয়ে কংগ্রেসের আপত্তি থাকবে না। তৃণমূল কংগ্রেসও আপত্তি জানাবে না। অন্য রাজনৈতিক দলগুলিও সম্মত হবে।

ঢাকা-ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্ক জোরদারের সুপারিশ স্থায়ী কমিটির