অমিতাভ বচ্চনকে বিশ্বকাপের ফাইনাল না দেখার আহ্বান

বিনোদন ডেস্ক : বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে পরাজিত করে ফাইনালে পা রেখেছে ভারত। ভারতের এমন জয়ে আনন্দের শেষ নেই দেশবাসীর। বিনোদন অঙ্গনের তারকারাও আনন্দ উল্লাসে মেতেছেন ভারতের জয়ে। মাঠে হাজির ছিলেন রণবীর কাপুর, জন আব্রাহাম, সুনীল শেঠি, আনুশকা শর্মা, কিয়ারা আদভানির মতো তারকারা।

তাদের উপস্থিতি ক্রিকেটারদের মনোবল আরো বাড়িয়েছে, তা বলাই বাহুল্য। তবে একজন আছেন, যিনি এই তালিকায় নেই, বরং তিনি ব্যতিক্রম! এমনকি তিনি ভারতের ম্যাচ না দেখলেই বরং ভারত জয় পায়! তিনি আর কেউ নন, বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন। সম্প্রতি নিজেই এমনটা জানিয়েছেন বিগ বি।

ভারতের জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান অমিতাভ।

সঙ্গে লেখেন, ‘আমি খেলা না দেখলেই ভারত ম্যাচ জেতে।’ ব্যস, এতেই নড়েচড়ে বসেছেন ভারতীয় ভক্তরা। সবাই অমিতাভের পোস্টে তাকে জোর অনুরোধ জানাচ্ছেন, ভারতের স্বার্থে ফাইনাল ম্যাচ না দেখতে!

অমিতাভ বচ্চনের পোস্টে এমনটাই মন্তব্য করেছেন অসংখ্য অনুরাগী। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ না দেখার জন্য একাধিক সতর্কবাণী দিচ্ছেন তারা।

কেউ কেউ বলছেন, ‘ফাইনাল ম্যাচ দেখবেন না স্যার। অনুরোধ রইল।’ কেউ বা বলছেন, ‘আপনি ফাইনালের দিন ঘরেই থাকুন।’ কেউ আবার লিখছেন, ‘ধন্যবাদ স্যার। ফাইনাল থেকে দূরে থাকুন।’

কেউ তো আবার ফাইনালের দিন চোখে কাপড় বেঁধে রাখার পরামর্শও দিয়েছেন অমিতাভকে! কেউ আবার অমিতাভের ‘গোল্ডেন পাস’ কেড়ে নেওয়ার দাবিও জানিয়েছেন, যাতে অমিতাভ ফাইনালে মাঠে হাজির থাকতে না পারেন!

১৯ নভেম্বর আহমেদাবাদে ভারতের সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা। আর সেই ম্যাচ ঘিরে এখন ভারতবাসীর প্রত্যাশার শেষ নেই। ফাইনালে স্টেডিয়ামে হাজির থাকবেন গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে একাধিক সিনে তারকাও। তবে ভক্তদের অনুরোধ রেখে মাঠে যাওয়া থেকে দূরে থাকবেন কি অমিতাভ? নাকি ভারতকে উৎসাহ জোগাতে মাঠেই থাকবেন বিগ বি, সেটাই এখন দেখার বিষয়। তবে মজার ছলে টুইট করলেও, ভক্তদের কাছ থেকে বেশ কড়া সতর্কবার্তাই পেয়েছেন বলিউড শাহেনশাহ।

সূত্র : ইন্ডিয়া টুডে