প্রেমের গল্প ‘সাইয়ারা’র গান নিয়ে নতুন উত্তেজনা অন্তর্জালে। কারণ সিনেমাটির টাইটেল সংয়ে এবার দেখা যাচ্ছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জীকে। কিশোর কুমারের গাওয়া ‘সাইয়ারা’র ওল্ড ভার্সনের গানটি ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে।
চলতি সপ্তাহে অন্তর্জালে ‘সাইয়ারা’র ওল্ড ভার্সন শিরোনামে গানটি মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরপরই দর্শক জনপ্রিয়তায় আহান পাণ্ডে ও অনীত পড্ডার অভিনীত গানের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যায় পুরনো দিনের ভাইবের গানটি।
‘সাইয়ারা’র ওল্ড ভার্সনের গানে কন্ঠ শোনা যাচ্ছে কিশোর কুমারের। গানের ভিডিওতে দেখা যাচ্ছে, অমিতাভ আর মৌসুমীকে। তারা বৃষ্টিতে ভিজে ভিজে দুই জনের হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।
আশির দশকের আবহে তৈরি ‘সাইয়ারা’র এ গান শোনার পরই মন্তব্যের ঘরে নেটিজেনরা নিজেদের মতামত জানাতে শুরু করেন। নেটিজেনদের বেশিরভাগই মনে করেন পুরনো ধাঁচের গানটিই বেশি প্রানবন্ত ও রোমান্টিক মুডের। আবার নেটিজেনদের আরেক দল মনে করছেন, পুরনো দিনের গান থেকেই রিমিক্স করা হয়েছে ‘সাইয়ারা’ গানটি।
আসলে এ সবই এআইয়ের জাদু। আহান পাণ্ডে ও অনীত পড্ডা অভিনীত ‘সাইয়ারা’র টাইটেল সংটিকে এআইয়ের মাধ্যমে পুরনো দিনের ভাইবে নিয়ে যাওয়া হয়েছে।
সংগীতশিল্পী ফাহিম আবদুল্লাহর গাওয়া ‘সাইয়ারা’ গানটিতে বসানো হয়েছে কিশোর কুমারের ভয়েস। আর অভিনব এ কাজটি করেছেন আনসুমান শর্মা ও আরজে কিসনা।
তারা দুজন ‘সাইয়ারা’ গানটিকে ওল্ড ভার্সনে তৈরি করে জুড়ে দেন অমিতাভ ও মৌসুমী অভিনীত মনজিল (১৯৭৯) সিনেমার গান ‘রিমঝিম ঘিরে শাওন’র দৃশ্য।
এআই দিয়ে তৈরি হলেও পুরনো দিনের ধাঁচে তৈরি ‘সাইয়ারা’র গানটিই এখন হৃদয় ছুঁয়েছে দর্শকদের। যে কারণে বিভিন্ন সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে ‘সাইয়ারা’র ওল্ড ভার্সনের গানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।