মিস ওয়ার্ল্ডের জন্যই সর্বস্বান্ত অমিতাভ, কোটি-কোটি টাকার ক্ষতি হয় তাঁর

বিনোদন ডেস্ক : ২৮ বছর পর ভারতে ফের আয়োজন করা হচ্ছে মিস ওয়ার্ল্ড সৌন্দর্য প্রতিযোগিতার। ৯ মার্চ মুম্বইয়ে আয়োজিত হবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা। ১৯৯৬ সালে শেষ বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছিল মিস ওয়ার্ল্ডের। সেই মিস ওয়ার্ল্ড অনুষ্ঠানের আয়োজক ছিল অমিতাভ বচ্চনের কোম্পানি ‘এবিসিএল’। ভয়ানকভাবে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল সেই অনুষ্ঠানে। অমিতাভের জাহাজের মতো কোম্পানি ডুবে গিয়েছিল। বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে অমিতাভ মুখ খুলেছিলেন।

বীর সংভিকে দেওয়া সাক্ষাৎকারে অমিতাভ বলেছিলেন, “ভারতে ইভেন্টটি আয়োজন করার প্রস্তাব পেয়েছিল আমার কোম্পানি। আমরা প্রথমে প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিলাম। হাতে মাত্র ৪ মাস বাকি ছিল আমাদের। কোনও গোলমাল যাতে না হয়, তা নিয়ে আমি আমার এবিসিএল টিমের সঙ্গে আলোচনা করেছিলাম।” তবে পরবর্তীকালে যা হল, তা প্রত্যাশাই করেননি অমিতাভ এবং তাঁর টিম এবিসিএল। সারা দেশ জুড়ে আন্দোলন হয়েছিল। একজন ব্যক্তি গায়ে আগুন ধরিয়ে গিয়েছিলেন।

কিন্তু কেন হয়েছিল এমন আন্দোলন? বিশ্বসুন্দরী প্রতিযোগিতাকে একটা সময় অশালীন বলে মনে করত এদেশের মানুষ। কেন না, সেই প্রতিযোগিতায় সুইম স্যুট পরে ব়্যাম্পে হাঁটার একটা রাউন্ড থাকত। ফলে ওই সময় দাঁড়িয়ে দেশের হাজার-হাজার মানুষের মনে হয়েছিল, ভারতীয় সংস্কৃতিকে অপমান করা হয়েছে। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা থেকে সুইম রাউন্ডটি তুলে দেওয়ার প্রস্তাবও জানানো হয়েছিল।

অমিতাভ বলেছিলেন, “ভারতে মিস ওয়ার্ল্ড আয়োজন করার আগে আমরা একটি সার্ভে করেছিলাম। সেখানে জানতে চেয়েছিলাম, এ দেশের মানুষের এই ধরনের প্রতিযোগিতায় আপত্তি আছে কি না। সেই সার্ভেতে জেনেছিলাম, মানুষের কোনওই আপত্তি নেই। আমি এখনও জানি, মিস ওয়ার্ল্ড নিয়ে কোনওই আপত্তি ছিল না এদেশের মানুষের। কিন্তু কিছু মানুষ এমনভাবে প্রতিক্রিয়া জানাবেন, সেটা আমরা আন্দাজই করতে পারিনি।” অমিতাভের আজও মনে হয়, ভারতেই এই ধরনের প্রতিযোগিতা হোস্ট করার ক্ষমতা আছে।