৪০ বছরের মধ্যে প্রথমবার অমিতাভ ও নীনার রসায়ন ঝড় তুললো নেট দুনিয়ায়

Amitabh-Neena

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে অমিতাভ বচ্চনের নতুন ছবির গান। যেখানে বিগ বি’র সঙ্গে দেখা যাবে নীনা গুপ্তকেও। প্রথম বার তাঁদের দু’জনকে এক ফ্রেমে দেখে উত্তেজিত দর্শক।

Amitabh-Neena

চোখে রোদচশমা। বাড়ির উঠোনে বসে পরম যত্নে স্ত্রীয়ের সঙ্গে আচার তৈরিতে সাহায্য করছেন তিনি। বোঝাই যাচ্ছে বয়স বাড়লেও প্রেম এখনও অটুট। প্রকাশ্যে অমিতাভ বচ্চন এবং নীনা গুপ্তর নতুন ছবির গানের ঝলক। গানের নাম ‘চন পরদেশি’।

ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন প্রায় ৪০ বছরেরও বেশি। এই প্রথম বার পর্দায় জুটি বাঁধলেন বিগ বি এবং নীনা। ‘গুডবাই’ ছবির হাত ধরে অনেক কিছু প্রথম বার উপলব্ধি করতে চলেছেন দর্শক। এক দিকে যেমন রয়েছে অমিতাভ-নীনা জুটি, অন্য দিকে এই প্রথম বলিউড ছবিতে অভিনয় করতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনা।

ছবির প্রথম ঝলক সামনে আসার পরই দর্শক মনে সৃষ্টি হয়েছে উত্তেজনা। আর এ বার প্রকাশ্যে এল ছবির গান। যে গানে বিগ বি এবং নীনাকে দেখে রীতিমতো চমকে গিয়েছেন সবাই। দু’জনের রসায়ন বেশ নজর কেড়েছে দর্শকের। গানটি গেয়েছেন অমিত ত্রিবেদী এবং লিখেছেন স্বনন্দ কিরকিরে।

পরিনীতি চোপড়ার শৈশবের স্বপ্ন পূরণ হচ্ছে

এই ছবির মাধ্যমে জীবনে পরিবারের মূল্য কতটা, সেই বার্তা দিতে বলতে চাইছেন পরিচালক বিকাশ বহেল। ৭ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি।