আম্বানির বিয়ে নিয়ে টেনশনে ছিলেন অমিতাভ রেজা!

Amitabh Reza

বিনোদন ডেস্ক : ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠান চলছে বছর জুড়ে। প্রাক বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করেন সংগীত, বিয়ে কোনোকিছুতেই কমতি রাখেন নি।

Amitabh Reza

শুধু তাই নয়, অনুষ্ঠানগুলোতে আয়োজন ছিল চোখে পড়ার মতো। বিশ্বের সব বড় বড় তারকাদের দেখা গেছে অনুষ্ঠানগুলোতে। বছর জুড়ে এমন বিবাহের আয়োজনের সাক্ষী শুধু ভারতই নয়, গোটা বিশ্বই বলা যেতে পারে। কেউ কেউ তো বলছিলেন, আম্বানির বিয়ের অনুষ্ঠান যে কবে শেষ হবে। দুইদিন পর পর তাদের এসব আর নেওয়া যাচ্ছে না!

রাজকীয় আসরের মধ্য দিয়ে গতকাল ১২ জুলাই অনুষ্ঠিত হয় অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান। আর তাতেই যেন সাধারণ মানুষ একটু স্বস্তি পেল!

অনন্ত ও রাধিকার বিয়ের নিউজের একটি কার্ড শেয়ার করে জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তার ফেসবুকে একোটি স্ট্যাটাস দিয়েছেন। জানিয়েছেন, আম্বানিদের বিয়ে বেশ চিন্তিত ছিলেন তিনি। আপাতত চিন্তামুক্ত এই নির্মাতা। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। অনেক টেনশনে ছিলাম। যাক এখন যদি ঢাকা শহরের পানিটা নামে, জ্যামটা ছুটে।