বিনোদন ডেস্ক : বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে চর্চার অন্ত নেই। কয়েক মাস ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়েছে। অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের পরকীয়ার চর্চা ছড়িয়েছে গত এক মাসে। তার আগে থেকেই নাকি বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ছে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার।
জুনিয়র বচ্চন আর সুন্দরীর সম্পর্ক নাকি একেবারে তলানিতে এসে ঠেকেছে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে এই পাওয়ার কাপলকে আলাদা আলাদা যেতে দেখেই প্রশ্ন ওঠে ভক্তদের মধ্যে।
সামাজিকমাধ্যমে অমিতাভ বেশ সক্রিয়। নিজের ছোটখাটো উপলব্ধি ভক্তদের সাথে ভাগ করে নেন সেখানে। সম্প্রতি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায়ের বিচ্ছেদের বিতর্কিত গুঞ্জনের মাঝে, নিজের ব্লগে তিনি একটি কবিতা শেয়ার করেছেন। কবিতাটি তার প্রয়াত বাবা ও কবি হরিবংশ রায় বচ্চনের লেখা।
কবিতায় অমিতাভ বচ্চন এমন একটি আবেগময় বার্তা দিয়েছেন, যেখানে তিনি তার ব্যথা ও কষ্টের কথা ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছেন।
পরিবারের সদস্যদের নিয়ে কোন ধরনের চর্চা স্বভাবতই ভালো চোখে দেখেননা কাভি খুশি কাভি গাম খ্যাত অমিতাভ বচ্চন। কিছুদিন আগেই একটি স্ট্যাটাস এর মাধ্যমে বিচ্ছেদ বিতর্কটি সঠিক না হওয়ার ইঙ্গিত দেন তিনি।
বর্তমানে বিগ বি তার জনপ্রিয় টিভি শো কউন বনেগা ক্রোড়পতি ১৬ সঞ্চালনা করছেন। এবারের মৌসুমে ছেলে অভিষেক বচ্চন অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন তার নতুন ছবি আই ওয়ান্ট টু টক প্রচারের জন্য।
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল উইমেনস ফোরামে অংশ নেন ঐশ্বরিয়া। সেই ইভেন্টের বেশ কিছু ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সাবেক এই বিশ্ব সুন্দরীর নামের শেষে বচ্চন উপাধি বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। সত্যিই কি তাহলে বিচ্ছেদের পথে হাঁটছেন এই তারকা দম্পতি!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।