বিনোদন ডেস্ক : অনুমতি ছাড়া বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের ছবি এবং কণ্ঠস্বর কোনো বিজ্ঞাপন বা ভিডিও কনটেন্টে ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে দিল্লির হাই কোর্ট।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি লিখেছে, বিচারপতি সঞ্জীব নরুলার একটি বেঞ্চ জ্যাকি শ্রফের দায়ের করা একটি মামলার শুনানি নিয়ে এক অন্তর্বতীকালীন আদেশ দিয়েছেন।
আদেশে বলা হয়েছে, “অভিনেতা জ্যাকি শ্রফের ছবি সংবলিত ওয়ালপেপার, টি-শার্ট এবং পোস্টার ই-কমার্স সাইটগুলোতে বিক্রি করা যাবে না। এআই প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠস্বরও কোনো ভিডিওতে ব্যবহার করা যাবে না।”
এই মামলার শুনানির জন্য আগামী ১৫ অক্টোবর তারিখ দিয়েছে আদালত। কয়েকদিন আগে অনুমতি ছাড়া যাতে কেউ তার কণ্ঠস্বরও ব্যবহার করতে না পারে, সেই জন্য মামলা করেন তিনি। পাশপাশি এখনও পর্যন্ত যেসব ভিডিও তার কণ্ঠ ব্যবহার করে বানানো হয়েছে, সেগুলো সোশাল মিডিয়া থেকে সরিয়ে নিতে আবেদন করেছিলেন এই অভিনেতা।
সমুদ্রপৃষ্ঠের নীচে রহস্যময় হলদে ইটের রাস্তার সন্ধান, চিন্তায় গবেষকরা
উল্লেখ্য, এর আগে অমিতাভ বচ্চন ও অনিল কাপুর এভাবে তাদের নাম এবং ছবি যে কোনো ধরনের প্রচারণায় বিনা অনুমতিতে ব্যবহারের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা নিয়েছেন। এবার সেই পথেই হাঁটলেন জ্যাকি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।