বিনোদন ডেস্ক : বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। এই সুপারস্টারকে এক নামে চেনে সবাই। তবে নিজের সম্পর্কে বিস্ফোরক তথ্য দিলেন অভিনেতা।
সম্প্রতি অভিনেতা জানান, ‘বচ্চন’ পদবী তার নয়। আর এই বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো হতবাক অমিতাভের অনুরাগীরা।
এদিকে নেটিজেনদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলে কী পদবী অভিনেতার। জানা গেছে, অভিনেতার আসল নাম ‘অমিতাভ শ্রীবাস্তব’। তার বাবা বিখ্যাত কবি এবং লেখক হরিবংশ রাই শ্রীবাস্তব। মা তেজী শ্রীবাস্তব।
এখন প্রশ্ন হলো তাহলে বচ্চন পদবী কোথা পেল অভিনেতা? ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, তিনি অমিতাভ বচ্চন নন। তার আসল নাম অমিতাভ শ্রীবাস্তব। এই বচ্চন পদবী তিনি পেয়েছেন বাবার থেকে।
তিনি আরও বলেন, আমার বাবা একজন নামকরা কবি এবং লেখক। তিনি ‘বচ্চন’ ছদ্মনামে লিখতেন। স্কুলে ভর্তি হওয়ার সময় বাবার সেই ছদ্মনামকেই আমি আমার পদবী বানিয়ে ফেলি। শ্রীবাস্তব থেকে হয়ে উঠি ‘বচ্চন’। সেই থেকে আমার পরিবারের সবাই বচ্চন পদবীই ব্যবহার করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।