Zoom Bangla news
    Facebook Twitter Instagram
    Zoom Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Zoom Bangla news
    Home » আমন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা, সিত্রাংয়ের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা
    পদ্মা বিভাগীয় সংবাদ

    আমন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা, সিত্রাংয়ের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা

    November 28, 20223 Mins Read

    জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের সালথায় এবার সিত্রাংয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত রোপা আমন চাষিরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তারা ক্ষেতের রোপা আমন ধান দ্রুত ঘরে তুলে পেঁয়াজ আবাদের দিকে নজর দিতে মরিয়া হয়ে উঠেছেন। যে কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা।

    আমন ধান

    আশানুরূপ ফলন না হলেও কৃষকদের সারা বছরের খাবার রোপা আমন নিয়ে উৎসবের ঘাটতি নেই। ফলন কেমন হয়েছে তা নিয়ে চিন্তাও করছে না কেউ। প্রতিটি গ্রামে গ্রামে চলছে নবান্নের উৎসব।

    সম্প্রতি সরেজমিন উপজেলার কয়েকটি এলাকায় গিয়ে দেখা গেছে, মাঠের পর মাঠজুড়ে কৃষকরা দল বেঁধে রোপা আমন ধান কাটছেন। একদল ধান কাটছে, আরেক দল আঁটি বেধে তা মাথায় করে বাড়ির ওঠানে নিয়ে ফেলছেন। আবার কেউ কেউ মাঠ থেকে ধানের আঁটি ভ্যানযোগে বাড়িতে নিয়ে যাচ্ছে। অপরদিকে বাড়ির নারীরাও বসে নেই। তারা মাঠের দিনমজুরদের খাবার সঠিক সময় পরিবেশন করে পাশাপাশি ওঠানে নিয়ে ফেলানো ধানের আঁটিগুলো খুলে শুকাতে দিচ্ছে। পরে সেগুলোর আবার মেশিনের মাধ্যমে মাড়াই করছেন।

    এদিকে উপজেলার গ্রামাঞ্চলের ভিতর দিয়ে থাকা সড়কগুলো এখন কৃষাণ-কৃষাণীদের দখলে নিতে দেখা গেছে। কৃষাণ-কৃষাণীরা সড়কের উপর ধানের আঁটি শুকচ্ছে ও মাড়াই করছে। কোনো কোনো সড়কে নারীদের কুলা দিয়ে ধান উড়াতে দেখা যায়। এতে যান চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে চালকদের। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। সড়ক ছাড়াও স্কুল এবং খেলার মাঠে ধান শুকানো ও মাড়াইয়ের কাজ করতে দেখা গেছে।

    তবে সড়ক ও খেলার মাঠ দখলের বিষয়ে কৃষকরা জানিয়েছেন, বাড়ির ওঠানে পর্যাপ্ত জায়গা ও রোদ না থাকার কারণে খোলামেলা জায়গায় বেছে নিতে বাধ্য হচ্ছেন তারা।

    সালথা উপজেলার ভাওয়াল গ্রামের কৃষক নুর ইসলাম বলেন, এবার ধানের ফলন তেমন ভালো হয়নি। বৃষ্টির পানিতে ধানের অনেক ক্ষতি হয়েছে। তার মধ্যে ৪৯ জাতের ধান মোটামুটি ভালো হয়েছে। প্রতি কাঠায় এক থেকে দেড় মণ পেয়েছি।

    ইউসুফদিয়া গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন, আমি চার বিঘা জমিতে রোপা আমন আবাদ করেছিলাম। এর মধ্যে সিত্রাংয়ের প্রভাবে ও বৃষ্টি না হওয়ার কারণে দুই বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। আর বাকি দুই বিঘায় আনুমানিক ৩০ মণ ধান পেতে পারি। এতে আমার বছরের খাবার হয়ে যাবে; যা পেয়েছি এতেই সন্তুষ্ট। এখন ক্ষতির দিক চিন্তা না করে দ্রুত ধান কেটে ঘরে তুলে পেঁয়াজ আবাদের দিকে নজর দিচ্ছি।

    চিলেরকামদিয়া গ্রামের মতিয়ার মোল্যা বলেন, আমরা ধান কাটা শুরু করেছি। আমার চার বিঘা জমিতে ৫০ মণের মতো রোপা আমন ধান পেতে পারি। এতে শুধু বছরের খাবার হবে। এবার আর বিক্রি করতে পারব না। ধানের ক্ষতি পুষিয়ে নিতে পেঁয়াজ বেশি করে আবাদ করছি।

    নিজেকে স্মার্ট বানানোর কিছু কার্যকরী উপায়

    সালথা উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস বলেন, সালথায় ১১ হাজার ৫৭৭ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছিল। ইতোমধ্যেই কৃষকেরা ৯৫ শতাংশ জমির ধান কর্তন সম্পন্ন করেছেন। আর সিত্রাংয়ের প্রভাব খানিকটা পড়লেও সার্বিকভাবে ফলন আশানুরূপ হয়েছে। নবান্নের যে আমেজ এই হেমন্তে, তা কৃষকদের মাঝে আছে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


    bedbug killer
    আমন আমন ধান কৃষকরা ঘরে ঘুরে চেষ্টা তুলতে দাঁড়ানোর ধান পদ্মা পর বিভাগীয় ব্যস্ত সংবাদ সিত্রাংয়ের

    Related Posts

    কুকুরের কামড়ে হরিণের মৃত্যু

    January 30, 2023
    এক হালি ডিম

    মানিকগঞ্জের সিংগাইরে ১ হালি ডিমের দাম উঠলো ১০ হাজার টাকা

    January 30, 2023
    শ্রাবন্তী

    খোলামেলা পোশাকে ব্যাডমিন্টন খেলতে ব্যস্ত শ্রাবন্তী

    January 29, 2023
    ksrm
    সর্বশেষ খবর
    পিএম

    আজ ১১টি বড় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    যন্ত্রের সাহায্যে লাগানো হচ্ছে ধানের বীজ, কৃষিতে নব দিগন্তের হাতছানি

    পাট ও বস্ত্রমন্ত্রী

    প্রতিবছর ৬ লাখ চাষিকে বিনামূল্যে পাটবীজ ও সার দেয়া হবে: বস্ত্রমন্ত্রী

    সোনম ওয়াংচুক

    লাদাখে তীব্র শীতে ‘থ্রি ইডিয়টস’খ্যাত ওয়াংচুকের প্রতিবাদ

    সুন্দরবনের বাঘের কঙ্কাল তৈরি

    এক বছরের প্রচেষ্টায় সুন্দরবনের বাঘের কঙ্কাল তৈরি

    সিয়াম-বাঁধন-মীর সাব্বির

    সেরা অভিনেত্রী বাঁধন, নায়ক সিয়াম-মীর সাব্বির

    জায়েদ খান

    আবারও ট্রলের স্বীকার জায়েদ খান; ছবির নাম দিলেন ‘পাঠা’!

    সাইফের বদলে ইমরান

    নব্বইয়ের দশকের সাড়া জাগানো গানে সাইফের বদলে ইমরান!

    শাহরুখ খান-নেহা ধুপিয়া

    শাহরুখ খানকে নিয়ে নেহা ধুপিয়ার বিস্ফোরক মন্তব্য

    সন্তানদের জিম্মা পেলেন জাপানি নারী, বাবাকে নিয়ে যা বললেন দুই মেয়ে






    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2023 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.