বিনোদন ডেস্ক : প্রায় চার বছর ধরে সেন্সর ও আপিল বোর্ডে আটকে আছে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘শনিবার বিকেল’ সিনেমাটি। অভিযোগ, সিনেমাটি মুক্তি পেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে।
তাই আটকে রেখেছে সেন্সর বোর্ড। ‘শনিবার বিকেল’ মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত একটি নাট্যধর্মী থ্রিলার চলচ্চিত্র। ২০১৬ সালের জুলাই মাসে গুলশানের হলি আর্টিজান হামলা থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে।
এটি বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ভারতের শ্যাম সুন্দর দে। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, পরমব্রত চট্টোপাধ্যায় ও ইয়াদ হুরানি।
ছবিটি হলি আর্টিজানের ঘটনা অবলম্বনে তৈরি কি-না, সে প্রসঙ্গে অনেক আগেই পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘এটা হলি আর্টিজান ঘটনা থেকে অনুপ্রাণিত, কিন্তু সেই ঘটনার হুবহু পুনর্নির্মাণ করা হয়নি। চরিত্রও আলাদা।’ ছবিটির মুক্তির দাবি করেছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।
বেশ কয়েদিন ধরেই তিনি সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য কথা বলেছেন, সরব হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
এ ব্যাপারে ফারুকী বলেন, ‘আমরা এখনো আশা করি আপিল বোর্ড থেকে শনিবার বিকেল-এর দ্রুত সার্টিফিকেট দেয়া হবে। আমরা নেগেটিভ কিছু ভাবছি না।’
‘তবে যদি এর ব্যতিক্রম হয় তবে আমরা ফিল্ম মেকার বন্ধুরা আলোচনা করেছি, আমরা এমন কিছু করব যেটা আগে কেউ ভাবতে পারেনি এবং ফেব্রুয়ারির ৩ তারিখের আগেই বাংলাদেশের মানুষ ‘শনিবার বিকেল’ দেখবে। রেজাল্ট জানামাত্রই আমরা কী কর্মসূচি নেব সেটা জানাব,’ যোগ করেন ফারুকী।
সিনেমা পাড়ার এক উজ্জ্বল নক্ষত্রের নাম মোস্তফা সরয়ার ফারুকী। ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’ ‘ডুব’সহ অসংখ্য সিনেমা ও নাটক উপহার দিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।