এমন কোন জিনিস ছেলে মেয়েরটা খায় আর মেয়ে ছেলেরটা

মেয়েদের

লাইফস্টাইল ডেস্ক : চাকরির পরীক্ষার সফল হওয়ার পর প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। এইসময় যারা ইন্টারভিউ নেন, তারা ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করে থাকেন, যার ফলে সহজেই তারা বিভ্রান্ত হয়ে পড়েন। তাই বিগত কয়েক বছরের ইন্টারভিউগুলিতে এমনই কিছু প্রশ্ন করা হয়েছিল তা এবার উত্তর সহ দেখে নেওয়া যাক।

মেয়েদের

১) প্রশ্ন: কত সাল থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হয়?
উত্তর: ১৯৩০ সাল।

২) প্রশ্ন: দুখু মিঞা নামে আমরা কোন কবি কে চিনি?
উত্তর: কবি কাজী নজরুল ইসলাম

৩) প্রশ্ন: ইতিহাসের কোন মহান বীরের প্রিয় ঘোড়ার নাম “বুসেফালাস” যে ঘোড়ায় চেপে তিনি বহু যুদ্ধ জয় করেছেন?
উত্তর: আলেক্সজান্ডার।

৪) প্রশ্ন: ভারতের প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: মোরারজি দেশাই।

৫) প্রশ্ন: ভারতের কোন দুটি রাজ্য শুধুমাত্র অপর একটি রাজ্যের সীমানা স্পর্শ করেছে
উত্তর: সিকিম (পশ্চিমবঙ্গের সাথে), মেঘালয় (আসামের সাথে)।

৬) প্রশ্ন: মানবদেহের সব থেকে বড় অঙ্গ (Organ) কোনটি?
উত্তর: ত্বক (Skin )

৭) প্রশ্ন: পঞ্চমবেদ কাকে বলা হয়?
উত্তর: মহাভারতকে।

৮) প্রশ্ন: কোন দেশকে রামধনুর দেশ (Rainbow Country) বলা হয়?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।

৯) প্রশ্ন: ভারতের যোগের শহর (Yoga City) কাকে বলা হয়?
উত্তর: ঋষিকেশ।

১০) প্রশ্ন: ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুষিক বলে অভিহিত করেন ?
উত্তর: শিবাজীকে।

১১) প্রশ্ন: কোন দেশের রাজধানী তার প্রথম প্রেসিডেন্টের নাম অনুসারে?
উত্তর: আমেরিকা (জর্জ ওয়াশিংটনের নাম অনুসারে রাজধানীর নাম হয় ওয়াসিংটন, ডি. সি.)।

১২) প্রশ্ন: কত সালে ভারত থেকে ব্রহ্মদেশ পৃথক হয়?
উত্তর: ১৯৩৭ সালে।

১৩) প্রশ্ন: UNESCO – এর সদর দপ্তর কোথায়?
উত্তর: প্যারিস।

১৪) প্রশ্ন: কার মৃত্যুদিনে ভারতে ‘Anti Terrorism Day’ পালন করা হয়?
উত্তর: রাজীব গান্ধী

ঘুমের মধ্যে লালা ঝরার সমাধান শিখে নিন

১৫) প্রশ্ন: এমন কোন জিনিস ছেলে মেয়েরটা খায় আর মেয়ে ছেলেরটা খায়?
উত্তর: লুডু খেলার সময় (প্রার্থীকে বিভ্রান্ত করার জন্য প্রশ্নের মধ্যে ছেলে ও মেয়ের প্রসঙ্গ ঢুকিয়ে দেওয়া হয়েছিল)।