বিনোদন ডেস্ক : সম্প্রতি পশ্চিমবঙ্গের বসিরহাটের কলেজে নবীনবরণ অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন জনপ্রিয় বলিউড সংগীতশিল্পী মিকা সিং। সেখানেই সংশ্লিষ্ট এলাকার ছাত্রছাত্রীদের সঙ্গে হাজির হয়েছিলেন অভিনেত্রী সংসদ নুসরাত জাহান। আর সেখানেই টলিপাড়ার অভিনেত্রীকে নিয়ে বড়সড় কথা বলে ফেললেন মিকা সিং।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদন থেকে জানা যায়, এদিন সংগীতশিল্পীর অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিল গোটা বসিরহাট। উল্লাস, হাততালি, চতুর্দিকে সিটির আওয়াজে একেবারে জমে উঠেছিল শো। একের পর এক সুপারহিট হিন্দি গানের পাশাপাশি বাংলা গানও গাইছিলেন মিকা। কারণ, বাংলাতেও তার হিট গানের সংখ্যা কম নয়। মিকার সুরে গোটা বসিরহাট তখন মাতোয়ারা।
বসিরহাটের মানুষদের ভিড়ে মিশে গিয়ে আর পাঁচজনের মতোই নেচে মাত করলেন সংসদ নুসরাত। গানের তালে ড্যান্স স্টেপ শেখালেন, শিখলেনও। নজর এড়ায়নি গায়কের। এরপরই মিকা তার ‘ম্যাড আই অ্যাম ম্যাড বেবি, তোর প্রেমে ম্যাড..’ বাংলা গানে সংসদ-অভিনেত্রীকে নাচতে বললেন। প্রথমে কিছুটা ইতস্তত বোধ করলেও পরে আর কোমর না দুলিয়ে থাকতে পারেননি।
নুসরাতকে দেখে মিকার মন্তব্য, ‘প্রথম এমন সংসদ দেখলাম, যে এতটা ফিট।’ যদিও সেই ছবি-ভিডিও ভাইরাল হতেই বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে সাংসদ-অভিনেত্রীকে। তবে বরাবরই সমালোচনাকে থোড়াই কেয়ার করেন নুসরাত জাহান। নিজেই সেই ভিডিও পোস্ট করে মিকা সিংকে বসিরহাটে এমন শোয়ের জন্য ধন্যবাদ জানান। ভালোবাসা জানান বসিরহাটের মানুষকেও।
উল্লেখ্য, স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন নুসরাত জাহান। কাজের পাশাপাশি শরীরচর্চায় ঘাম ঝরান নিয়মিত। সম্প্রতি স্বামী যশের সঙ্গে নতুন সিনেমা ঘোষণা করেন নায়িকা। সিনেমার নাম ‘শিকার’। যে সিনেমাতে যশ-নুসরাতের পাশাপাশি দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকেও। সিনেমাটি পরিচালনা করবেন দেবরাজ সিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।