বিনোদন ডেস্ক : ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন গানের মানুষ পড়শী। কিছুদিন আগেও এসআর মজুমদারের পরিচালিত ‘ভালোবাসি তোমাকে’ নাটকে নিজেকে ফুটিয়ে তুলেছিলেন এক করুণ ও বিরহী প্রেমিকার চরিত্রে।
সেটির প্রশংসা শেষ হতে না হতে এবার ‘ভালোবাসার তিন দিন’ নাটক দিয়ে বাজিমাত করে এগিয়ে রইলেন পড়শী। তবে অভিনয়েও যে তিনি দক্ষ এরই মধ্যে তার প্রমাণ রেখেছেন। প্রতিটি নাটকেই ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে-চুরে গড়েছেন তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে মহিদুল মহিমের পরিচালিত নাটক ‘ভালোবাসার তিন দিন’। এবারের গল্পটা আরো বেশি রোমান্টিক। হঠাৎ ভালোবাসা থেকে রাগ, অভিমান এবং শেষে নিজেকে বিসর্জন যা দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে পড়শী। সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারের পর গুগলের ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করছে। ইতোমধ্যে ৩ মিলিয়নের বেশি মানুষ নাটকটি দেখেছে ।
নাটকে অভিনয় প্রসঙ্গে পড়শী বলেন, “ গানের পাশাপাশি এখন নিয়মিত নাটকেও কাজ করছি। তবে খুব বেছে বেছে কাজ করার চেষ্টা করছি। যেসব গল্প বা চরিত্রগুলোতে আমি নতুনত্ব খুঁজে পাই শুধু সেসব গল্পকে এখন বেছে নিই। আমার কাছে মনে হয়, অনেক বেশি কাজ করার চেয়ে মানসম্পন্ন অল্প কাজ করাও ভালো। দর্শকরা নতুনত্ব খুঁজে পায়, প্রশংসায় ভাসায় আমাকে। এই ভালোবাসাটুকুই আমার জন্য যথেষ্ট”।
‘ভালোবাসার তিন দিন’ নাটকটি প্রসঙ্গে পড়শী বলেন, “এই নাটকটির নাম শুনে রোমান্টিক মনে হলেও গল্পে অনেক বাঁক রয়েছে; যা দর্শকের ভালো লাগবে । আমি চাই দর্শকরা নাটকটি দেখে নিজেরাই মতামত জানাক”।
উল্লেখ্য, এর আগে পড়শী ‘ভালোবাসি তোমাকে’, ‘লাভ স্টেশন’, ‘মারিয়া ওয়ান পিস’, ‘শাদি মোবারক’ শীর্ষক নাটকে কাজ করেছেন। নাটকের পাশাপাশি নতুন নতুন গান প্রকাশ ও অভিনয়ের পাশাপাশি স্টেজ নিয়ে ব্যস্ততা রয়েছে পড়শীর। সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরে বেশ কয়েকটি কনসার্টে অংশ নিয়েছেন এই তারকা কণ্ঠশিল্পী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।