বিনোদন ডেস্ক : আগামী সোমবার (১৩ মার্চ) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের ৯৫তম আসর। এ আসরে পপ তারকা লেডি গাগাকে পারফর্মের জন্য আমন্ত্রণ করা হলেও তা আর হচ্ছে না। এমনটি জানিয়েছেন অস্কার প্রযোজক গ্লেন ওয়েইস।
এ বছর ‘সেরা মৌলিক গান’ বিভাগে মনোনীত হয়েছে ‘টপ গান: মাভেরিক’ সিনেমার ‘হোল্ড মাই হ্যান্ড’ গানটি। অস্কারের রাতে মঞ্চে গানটির শিল্পী লেডি গাগার পারফর্ম করার কথা ছিল। কিন্তু এ আসরে তিনি উপস্থিত থাকলেও মঞ্চে পারফর্ম করবেন না ।
গ্লেন ওয়েইস বলেন, ‘একাডেমি অ্যাওয়ার্ডে সেরা মৌলিক গানের জন্য মনোনীত পাঁচটি গানের শিল্পীদের পারফর্ম করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু লেডি গাগা সিনেমার শ্যুটিংয়ের জন্য প্রস্তুতি নিতে না পারার কারণে তিনি এই শোতে পারফর্ম করছেন না।’
প্রসঙ্গত ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সাড়া জাগানো চলচ্চিত্র ‘জোকার’-এর সিক্যুয়ালে অভিনয় করছেন লেডি গাগা। এতে মুল ভূমিকায় রয়েছেন হোয়াকিন ফিনিক্স। এটি পরিচালনা করছেন টড ফিলিপস। প্রযোজনায় রয়েছেন টি ফিলিপস ও ব্র্যাডলে কুপার। বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রটি ২০২৪ সালে মুক্তি পাবে। দ্য হলিডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।