জুমবাংলা ডেস্ক : রাজধানীর বংশালে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনায় ভিকটিমের স্বামী মো. ইব্রাহীমকে (৩৭) গ্রেপ্তার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে বংশালের সিক্কাটুলী লেন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বংশাল থানা সূত্রে জানা যায়, ভিকটিম মাকসুদা খাতুনের (২৭) সঙ্গে দুই বছর আগে মো. ইব্রাহীমের বিয়ে হয়। তারা বংশাল থানাধীন ৩৩ নং ওয়ার্ডস্থ ২৪ নং সিক্কাটুলী এলাকায় ওলি মোহাম্মদের বাসার দ্বিতীয় তলায় বসবাস করতেন।
মাকসুদার এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তার স্বামী ইব্রাহিম পেশায় একজন ফ্রিল্যান্সার। বিয়ের পর বেশ কয়েকবারই তাদের মধ্যে নানা বিষয়ে পারিবারিক কলহ দেখা দেয়।
পুলিশ আরো জানায়, শুক্রবার বিকেলে সন্দেহের জের ধরে কথা-কাটাকাটির এক পর্যায়ে রাগান্বিত হয়ে মাকসুদাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন ইব্রাহিম।
মাথায় হাতুড়ির গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে এবং ভিকটিমের স্বামী মো. ইব্রাহীমকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ঘটনাস্থল এবং মৃতদেহের আলামত সিআইডির ফরেনসিক টিম দ্বারা সংগ্রহ করা হয় এবং থানা পুলিশ কর্তৃক মৃতদেহের সুরতহাল প্রস্তুত করা হয়। ভিকটিমের মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় রাতে বংশাল থানায় একটি হত্যা মামলা রুজু করে নিহত মাকসুদার পরিবার। গ্রেপ্তারকৃত মো. ইব্রাহীম তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।
জানা যায়, স্ত্রীকে হত্যার পর প্রথমে ৯৯৯-এ ফোন দেন ইব্রাহীম। কিন্তু যোগাযোগ করতে না পেরে ফোন দেন পরিচিত একজন পুলিশ কর্মকর্তাকে। তিনি তাকে বংশাল থানার পুলিশের নম্বর দেন।
এরপর তিনি থানায় ফোন দিয়ে বলেন, ‘আমার স্ত্রী মাকসুদাকে মেরে ফেলেছি, আমি বাসায় আছি। আমাকে থানায় নিয়ে যান।’
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.