আমরা ৩ দিন ধরে একই ছাদের নিচে আছি : পরীমনি

পরীমণি ও রাজ

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন কিনা নাকি এখনও রাজের বাসাতেই রয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি, তা নিয়েই চলছে আলোচনা। দুজনেই বিভিন্ন সময় তাদের সম্পর্ক, সংসার নিয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন।

পরীমণি ও রাজ

তবে শরিফুল রাজের সঙ্গে চলমান বিচ্ছেদ ইস্যু নিয়ে পরীমণি এখন বলছেন, তাঁরা এখন একই ছাদের নিচে বসবাস করছেন। পরী বৃহস্পতিবার বিকেলে বললেন, ‘আমাদের মধ্য ঝগড়া হলেও আমরা একসঙ্গে আছি। তিন দিন ধরে আবারও একই ছাদের নিচে আছি। সবাই ভালোবাসায় রাখবেন। আমি মা হয়েছি, রাজ্যর জন্য সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। রাজ্য এখন সবকিছু। এখন এটুকুই বলব।’

এর আগে গতকাল রাতে চিত্রনায়িকা শিরিন শিলা তাঁর সঙ্গে রাজ-পরীর সঙ্গে ভিডিও কলে কথা বলার ছবি প্রকাশ্যে নিয়ে এসে দাবি করেন, রাজ-পরীর মাঝে সকল ঝামেলা মিটমাট হয়ে গেছে। যদিও সকালে সেই স্ট্যাটাস সরিয়ে ফেলেন সেই চিত্রনায়িকা।

২০৬ কিমি সাইকেল চালিয়ে নামাজ আদায়ে আসেন ৮২ বছরের আবুল হোসেন

৩০ ডিসেম্বর মধ্যরাতে পরীমণি এক স্ট্যাটাসে জানান, তিনি রাজকে তাঁর জীবন থেকে মুক্ত করে দিয়েছেন। এরপর শরিফুল রাজও জানান তিনি আর পরীর সঙ্গে থাকছেন না। এখন সময়ই বলে দেবে এই দম্পতির ভাগ্য সাবেক নাকি বর্তমান থাকছে।