জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান কাজ করে প্রতিবছর কয়েক কোটি টাকার লভ্যাংশ নিয়ে যাচ্ছে তাদের দেশের প্রতি কিছু দায়িত্ব আছে মনে করেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। তিনি সংবিধানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) এর বিষয়টি সংযুক্ত করার কথা বলেন। শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।
বিদেশি কোম্পানিগুলো প্রসঙ্গে পার্থ বলেন, প্রতিবছর আমাদের দেশ থেকে গ্রামীণফোনের মত বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান তাদের লভ্যাংশ নিয়ে যায়। কিন্তু তারা কখনো বাংলাদেশে উন্নয়নের কথা ভেবে একটা হাসপাতালও নির্মাণ করে না। এখন সময় এসেছে দেশের পক্ষ দাঁড়ানোর। আপনাদের ইনকাম ট্যাক্স দিতে হবে।
দেশের সংকটের সময় বিদেশি কোম্পানিগুলোর দায়িত্ব প্রসঙ্গে বলতে গিয়ে পার্থ বলেন, এই প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন নির্মাণ করে আমাদের আবেগ কেন্দ্র করে। একুশে ফেব্রুয়ারি, বিজয় দিবস, মা দিবস এমন কোনো দিন নাই যা আমাদের আবেগকে ছুঁয়ে যায় যা দিয়ে তারা বিজ্ঞাপন তৈরি করে না। কিন্তু আমার দেশে যখন বন্যা, কোভিড-১৯ এর মত জাতীয় সংকট হয় তখন কেন এই প্রতিষ্ঠান এগুলোকে আমরা দেখি না। আমি পরিষ্কার করে বলতে চাই আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বানাবো না।
বিজেপি চেয়ারম্যান বলেন, এটা ওপেন মার্কেট এখানে আপনারা ব্যবসা করতে পারবেন। আমাদের সংবিধানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) বিষয়টা থাকা উচিত। আমাদের দেশে যেসব বিদেশি কোম্পানি ব্যবসা করে কোটি কোটি টাকা নিয়ে যায়। তাদের লাভের থেকে একটি অংশ দেশের উন্নয়নে বিনিয়োগ করতে হবে। গ্রামীণফোন বাংলাদেশ থেকে ১০ হাজার কোটি টাকা লাভ করে নিয়ে যায়। তার ৫ শতাংশ হয় ৫০০ কোটি টাকা। আপনারা হাসপাতাল, স্কুল নির্মাণ করতে পারেন। অটিস্টিক শিশুদের জন্য কিছু করেন।
আপনারা এসে ব্যবসা করে কোটি কোটি টাকা নিয়ে যাবেন আর আমার দেশের সিএসআর বলে কিছু থাকতে তা হবে না, এটা মানবো না। আমি চাই সংবিধানে সিএসআরের বিষয়টি থাকবে। আপনারা লাভ করে নিয়ে যান কিন্তু তার কিছু অংশ আমার দেশে বিনিয়োগ করুন যাতে দেশের উপকার হয়। এখানে দেশে অনেক বিদেশি কোম্পানি আছে। আমি চাই সিএসআরের বিষয়টা সামনে আসুক।
এছাড়াও আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার নেই বলে উল্লেখ করেন আন্দালিভ রহমান পার্থ । বাংলাদেশে যে রাজনৈতিক দল মানুষের কথা না বলে গণহত্যায়, মানুষ হত্যায় যাবে এ ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে রাখতে হবে বলে মনে করেন তিনি।
অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহ আইন পাস করা উচিত মন্তব্য করে বিজেপি চেয়ারম্যান বলেন, যাদের দুর্নীতির জন্য বিদেশের মাটিতে দেশের সম্মানহানি হয়, দেশের মানুষ ছোট হয়, যাদের দুর্নীতি দেখে বিদেশিরা দেশে বিনিয়োগ করতে চায় না, এ ধরনের অপরাধীরা ফরমাল (স্বাভাবিক) চোর না। তারা বিশেষ চোর। এদের জন্য বিশেষ আইন থাকা উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।