জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অপশক্তিগুলো আমাদের সৌহার্দপূর্ণ সম্পর্ক মেনে নিতে চায় না; কিন্তু সৌহার্দই হচ্ছে আমাদের আসল শক্তি। আমাদের সম্প্রীতি এবং সামাজিক ঐক্য ধরে রাখতে হবে।
বুধবার (১ অক্টোবর) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরে একটি পূজামণ্ডপ পরিদর্শনকালে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে আছি। যেখানে মানুষ আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখতে পারবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছে। তাদের সহযোগিতা করতে এগিয়ে আসছে। মণ্ডপে মণ্ডপে ঘুরে শুভেচ্ছা বিনিময় করছে। এটা একটা সৌহার্দ এবং সৌন্দর্য। এটাকে ধরে রাখতে হবে।
তিনি বলেন, আমরা তরুণরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই। একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে সম্প্রীতি আরও অটুট হবে। অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের মাঝে বিভেদ তৈরি করতে পারবে না।
এমন নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা চাই। সব কাজে আপনাদের পাশে চাই। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দেশটা অনেক সুন্দরভাবে চলবে।
এ সময় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।