আমরা ভদ্র, কিন্তু আমরা বোকা নই: জামায়াত আমির

জামায়াত আমির

জুমবাংলা ডেস্ক : সম্প্রতি এক সভায় বক্তব্য রাখকালীন আমরা ভদ্র, কিন্তু আমরা বোকা নই, এমন মন্তব্য করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমান

জামায়াত আমির

একইসাথে তিনি মন্তব্য করেন আমরা তো নিজের থেকে অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম। এ উদারতা আমরা দেখিয়েছিলাম, উদারতা আমরা দেখিয়েও যাব। কিন্তু আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন, সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে।

তিনি বলেন, ২০০৯ সাল থেকে শুরু করে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের কবলে ছিল। এর প্রতিপক্ষ সংগঠন হিসেবে প্রথম হিংস্র থাবা বিস্তার করেছিল বাংলাদেশ ইসলামের উপর। সকল শীর্ষ নেতৃবৃন্দকে এক এক করে বন্দি করেছিল। বাংলাদেশ জামাতে ইসলামী কোন অপশক্তির কাছে কখনো মাথা নত করেননি।

তিনি আরও বলেন, আমরা তো নিজের থেকে অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম। এ উদারতা আমরা দেখিয়েছিলাম, উদারতা আমরা দেখিয়ে যাব। কিন্তু আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন, সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। ঠিক তার জীবনের যে ১৩ টি বছর হারিয়ে গেলেও, এগুলা কেউ ফিরিয়ে দিতে পারবেন না। আর ১৩ টি মিনিট তিনি জেলের ভিতরে থাকুন, আমরা তা চাই না। ঠিক আমরা ভদ্র, কিন্তু আমরা বোকা নই। আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করে।

প্রতিদিন সকালে ভেজানো কিসমিস খাওয়ার উপকারিতা!

এরপর তিনি বলেন, বাংলাদেশের জনগণ জানে জীবিত অবস্থায় আল্লাহর সেই নেক বান্দারা, বাংলাদেশের বীর সন্তানেরা, তারা ওই সমস্ত প্রস্তাব গুলোকে পায়ে তুলে ফেলে দিয়েছিলেন। আমরা বাংলাদেশের মাটিতে আর কোন বৈষম্যকে বরদাস্ত করবো না। ঠিক।