আম্রপালিকে দেখে নিয়ন্ত্রণ হারালেন নিরহুয়া, ভাইরাল ভিডিও

নিয়ন্ত্রণ হারালেন নিরহুয়া

বিনোদন ডেস্ক : বলিউডের মতো আজকাল মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি।‌ আগে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি সেরকম উন্নত না হলেও বর্তমানে ভোজপুরি সিনেমার বেশ উন্নতি হয়েছে। ফলে দিনদিন বাড়ছে ভোজপুরি সিনেমার চাহিদা ও জনপ্রিয়তা। মাঝে মাঝেই ভোজপুরি সিনেমার বিভিন্ন ডায়লগ ও ভিডিও ক্লিপ সোশ্যাল মাধ্যমে তুমুল ভাইরাল হয়। আবার ভোজপুরি গানও ব্যাপক সুপারহিট হয় দর্শকমহলে।

নিয়ন্ত্রণ হারালেন নিরহুয়া

মোটামুটি যারা ভোজপুরি সিনেমা দেখে থাকেন অথবা ভোজপুরি সিনেমার ভক্ত তাঁরা দীনেশ লাল যাদবকে চেনেন। দীনেশ লাল যাদব ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় তারকা অভিনেতা। বলিউডের আর পাঁচজন তারকার চেয়ে তাঁর ফ্যান ফলোয়িং কোনো অংশে কম নয়। তাঁর অনুরাগীরা হামেশাই মুখিয়ে থাকে কখন তাঁর নতুন সিনেমা অথবা গান রিলিজ হবে‌।

আজকালকার যুগে বিনোদন উপভোগ করার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। পাশাপাশি সমাজে স্মার্টফোনের দৌরাত্ম হওয়ার দরুন আট থেকে আশি প্রত্যেকেই ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকেন। যার মধ্যে ইউটিউব হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের ভিডিওর সম্ভার পাওয়া যায়।‌ ফলে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রসারের ক্ষেত্রেও ইউটিউব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঝে মাঝেই ইউটিউবে বিভিন্ন ভোজপুরি গান ভাইরাল হতে দেখা যায়। আর সেই সমস্ত ভিডিওর ভিউজ দেখলে চোখ কপালে উঠতে বাধ্য প্রত্যেকের।

आम्रपाली दुबे का सबसे हिट गाना - Amarpali Dubey - Dinesh Lal

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা নীরাহুয়া ও অভিনেত্রী আম্রপালি দুবে দুজন জনপ্রিয় তারকা। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে এই দুই তারকার জুটি বেঁধে করা গান সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। অভিনেত্রী আম্রপালি বরাবরই একজন সাহসী অভিনেত্রী।

রেডমি নিয়ে এলো কমমূল্যের দুর্দান্ত স্মার্টফোন

ভাইরাল ভিডিওটিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে অন্তরঙ্গ দৃশ্যে। যেই দৃশ্য বলিউড কল্পনাও করতে পারেনা। ‘শরীর সে শরীর কা মেল হো গায়া’ নামক একটি গানের দুটি বেঁধে দর্শকদের মাতিয়েছেন নীরাহুয়া ও আম্রপালি। ‘ওয়েভ মিউজিক’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে দুজনের এই গানের ভিডিওটি আপলোড করা হয়। যা সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তাঁর পাশাপাশি অভিনেত্রী আম্রপালীর রূপের আগুনে ঘায়েল হয়েছে তাঁর ভক্তরা।