জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগ নেতা ও ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে যে আমু বিভিন্নভাবে অবৈধভাবে অর্জিত অর্থ নিজের কাছে নগদে রাখতেন এবং নতুন টাকার বান্ডিল দিয়ে জাজিম বানিয়ে তার ওপর ঘুমাতেন। এছাড়া, যেকোনো অনুষ্ঠানে তিনি স্বর্ণের তৈরি নৌকা উপহার হিসেবে গ্রহণ করতেন।
তাঁর সহকারী একান্ত সচিব ফখরুল মজিদ কিরন, যিনি আমুর ভায়রা এবং সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূনের ভাই, এই অর্থ লেনদেনে সহযোগিতা করতেন। এ ছাড়া আমুর নামে প্রায় ২০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।
দুদক সূত্রে জানা যায়, তাঁর ঝালকাঠির বাড়িতে পাওয়া গেছে কোটি কোটি টাকা এবং ডলার-ইউরো, যার মধ্যে কিছু পরিমাণ টাকা আংশিক পোড়া অবস্থায় উদ্ধার করা হয়। একইভাবে মগবাজার ও বরিশাল শহরের বাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে।
আমির হোসেন আমুর বিরুদ্ধে এই অনুসন্ধান ও তার সম্পদের বিষয়ে আরো তদন্ত চলমান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।