প্লাস্টিক সার্জারি নাকি অন্যকিছু, চেহারা নিয়ে মুখ খুললেন অ্যামি

বিনোদন ডেস্ক : সাল ২০১২। ‘এক দিওয়ানা থা’-র হাত ধরে বলিউডে পা রাখেন অ্যামি জ্যাকসন। পর্দায় তাঁর উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছিল। কাজ করে প্রশংসিত হয়েছেন পরের বেশ কিছু প্রজেক্টে।

অন্যদিকে, এই শিল্পীর সৌন্দর্য এতদিন হাজারও ভক্তকে মুগ্ধ করেছে। অথচ সম্প্রতি তাঁর ছবি দেখে অবাক ভক্তরা। অনেকেই মনে করছেন সার্জারি করিয়ে নিজের চেহারা বদলেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে অ্যামির চেহারা বদল নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকে আবার তাঁকে ‘ওপেনহেইমার’ অভিনেতা সিলিয়ান মারফির সঙ্গেও তুলনা করছেন। এই প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়াকে অ্যামি বলেন, ‘আমি একজন অভিনেত্রী, আমার কাজ আমি বুঝেই করি। গত এক মাস ধরে আমি আমার নতুন একটি প্রোজেক্টের শুটিং করছি যুক্তরাজ্যে। যেই চরিত্রটিতে অভিনয় করছি, সেটার জন্য আমাকে ওজন কমাতে হয়েছে এবং সেই চরিত্রের প্রতি আমি পুরোপুরি দায়বদ্ধ।’

গত সপ্তাহে সমালোচিত হয়েছিলেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী অ্যামি। যুক্তরাজ্যের জনপ্রিয় পারফেক্ট ম্যাগাজিনের পার্টিতে নতুন লুকে অংশ নিয়েছিলেন তিনি।

সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনলাইনের সমালোচনার বিষয়টি দুঃখজনক। আমি পুরুষ সহকর্মীদের সঙ্গে কাজ করেছি যারা সিনেমার জন্য নিজেদের লুক পুরোপুরি বদলে ফেলেছেন, তাদের প্রশংসা করা হয়েছে। যখন কোনও নারী কাজটি করেন, তখন তাকে সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করা হয়। তারা মনে করেন আপনাকে নিয়ে ট্রল করার অধিকার তাদের আছে।’

কিলিয়ান মারফির সঙ্গে তুলনা নিয়ে অভিনেত্রী বললেন, ‘আমি এই আনন্দে আকাশে উঠে গেছি। তিনি নিখুঁত।’

প্রথম ছবির পর বলিউয়ের ‘সিং ইজ ব্লিং’, ‘ফ্রিকি আলি’তে দেখা যায় এমিকে। এরপর রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে ‘২.০’ ছবিতে দেখা গেছে তাঁকে।