জুমবাংলা ডেস্ক : শিক্ষার নানামুখী সংকট, মেধা ও গুণীর অবমূল্যায়নের সন্ধিক্ষণে বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মেধা ও মনণের বিকাশে এবং নৈতিক উৎকর্ষতা সাধনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় “অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম”।
প্রতিষ্ঠাকাল থেকেই বৃত্তি পরীক্ষা, কৃতি ছাত্র সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, মেধা যাচাই, শিক্ষা সফর, ক্রীড়া অনুষ্ঠান, ট্যালেন্ট হান্ট , দেয়ালিকা প্রকাশসহ নানামুখী গঠনমূলক কার্যক্রম সুচারুরূপে পরিচালনা করে আসছে।
অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণ জোনের গুরুত্বপূর্ণ একটি জোন ” অংকুর জয়ন্তিকা জোন”। চারটি স্বনামধন্য স্কুল যথা আগ্রাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বন্দর কতৃপক্ষ উচ্চ বিদ্যালয়, কলকাকলি উচ্চ বিদ্যালয়, হাতে খড়ি স্কুল এন্ড কলেজ নিয়ে অংকুর জয়ন্তিকা জোনের কার্যক্রম পরিচালনা হয়।
অংকুর জয়ন্তিকা জোনের ভবিষ্যত পরিকল্পনা ও বর্তমান পর্যালোচনা নিয়ে ‘মতবিনিময় সভা ও ইফতার মাহফিল’ নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত সৌদি-বাংলা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অংকুর প্রলয়শিখা অঞ্চলের সাবেক পরিচালক সানাউল্লাহ আজমীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় ও ইফতার মাহফিলে অংকুর জয়ন্তিকা জোনের সদস্য হাফেজ জাওয়াদ হোসেন ফারদিনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণের বর্তমান পরিচালক মিসবাহ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর উপদেষ্টা সাব্বির হোসাইন সাকিব, অংকুর প্রলয়শিখা অঞ্চলের বর্তমান পরিচালক আরিফুল ইসলাম মানিক এবং অংকুর জয়ন্তিকা জোনের পরিচালক মো: ফাহিম।
Vivo X200 Ultra: সেরা ক্যামেরা নিয়ে পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন!
আরো উপস্থিত ছিলেন অংকুর জয়ন্তিকা জোনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে জয়ন্তিকা জোনের পরিচালক মো ফাহিম, জয়ন্তিকা জোনের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন এবং বলেন, “অসৎ মেধাবীদের হাতে সমাজের বিনাশ ও ভাঙ্গন সৃষ্টি হয়, সৎ মেধাবীদের হাতে সমাজের গঠন ও সৃষ্টি হয়। একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠায় অংকুর জয়ন্তিকা জোন সৎ, মেধাবী ও যোগ্য নেতৃত্ব তৈরী করবে ইনশাআল্লাহ। “
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।