ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা কয়েক মাস আগে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সেই সময় কারণ হিসাবে অভিনেত্রী বলেন, সন্তানরা বড় হচ্ছে। তারা মাকে সিনেমায় দেখলে কী ভাববে, সেটি ভেবেই সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ বিষয়টি নিয়ে সেই সময় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এবার একই পথে হাঁটলেন অভিনেত্রীর স্বামী অনন্ত জলিল।
এ তারকা দম্পতি জুটির অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ সিনেমার কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে। এ সিনেমাটি শিগগিরই মুক্তির পরিকল্পনাও রয়েছে বলে জানান অনন্ত জলিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, হাতে থাকা কাজগুলো শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দেবেন তিনি। আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। বাবা-মা সিনেমা করে— এটা ভালো দেখায় না, বলে জানান এ অভিনেতা।
অনন্ত জলিল বলেন, তার দুই ছেলে কুরআন শিক্ষায় মনোনিবেশ করছে। বড় ছেলে ৮ পারা হাফেজ, আর ছোট ছেলে দ্বিতীয়বারের মতো কুরআন খতম দিয়েছে। যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি— আমাদের ছেলেকে আমরা মুফতি বানাব। একটা সময়ে মদিনাতে পড়ালেখা করাব।
স্ত্রী বর্ষার অভিনয় ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে এ অভিনেতা বলেন, যেহেতু ছেলেরা ইসলামিক ও জেনারেল- দুই লাইনেই পড়াশোনা করছে, তখন তাদের মায়ের সিনেমা করা তাদের ভালো লাগবে না। আমিও চাইব না, ওরা ইসলামিক পড়াশোনা করবে আর আমি সিনেমা করি। হাতে যে কয়টা কাজ আছে শেষ করে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব বলে জানান অনন্ত জলিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।