বিনোদন ডেস্ক : শনিবার চিত্রনায়ক অনন্ত জলিল ফেসবুকে একটি ছবি পোস্ট দিয়েছেন। এক তরুণের সঙ্গে পোস্ট করা ওই ছবিতে ক্যাপশন ‘ভবিষ্যৎ নায়ক কাজান’। এর পরেই জল ঘোলা হতে শুরু করে কিংবা জলে আলোড়ন শুরু হতে থাকে।
অনেকেই ভবিষ্যতের নায়ক কাজানকে নিয়ে কৌতূহলী হয়ে ওঠে।
কেউ তার পরিচয় জানতে চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে, কেউ বা বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করতে থাকে। নানা মন্তব্যে অনন্তর ফেসবুকের মন্তব্য বাক্সও ভরে উঠতে থাকে।
আসলেই কি অনন্ত জলিল তার আসন্ন কোনো সিনেমায় এই তরুণকে অভিষেক করাতে যাচ্ছেন? এমন প্রশ্নের জবাব জানতে চাওয়া হয়েছিল অনন্ত জলিলের কাছে। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘আসলে কাজানকে নিয়ে অনেক কৌতূহল তৈরি হয়েছে।
কাজান আমার সঙ্গে কোনো সিনেমা করছে না। কয়েক দিন আগে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বাসায় দাওয়াতে গিয়েছিলাম। কাজান তারই ছেলে।’
অনন্ত জলিল বলেন, ‘তবে কাজানের বাবার খুব শখ ও সিনেমার হিরো হবে।
তাই আমার সঙ্গে ওর ছবি তুলে দেওয়ার আগ্রহ প্রকাশ করলাম। হয়তো কাজান সিনেমায় আসবে, যেহেতু ওর পরিবারের আগ্রহ আছে। ওর সঙ্গে ছবিটা পোস্ট করার পর আমিও দেখছি এটা নিয়ে অনেক কথা হচ্ছে। আমিও মজা পাচ্ছি।’
রিলিজ হল ঘাম ঝরানোর নতুন ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
এদিকে অনন্ত জলিলের আগামী সিনেমা ‘নেত্রী দ্য লিডার’-এর কাজ চলছে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।