অনন্ত জলিলের পায়ের নিচে এতো মাটি কেন

অপারেশন জ্যাকপট

বিনোদন ডেস্ক : ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘অপারেশন জ্যাকপট’। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজিব বিশ্বাস। ৮০ জনের মতো শিল্পী অভিনয় করছেন। সম্প্রতি এই সিনেমায় অভিনয় করতে গিয়ে অনন্ত জলিলের একটি ছবি ভাইরাল হয়েছে।

অপারেশন জ্যাকপট

শুটিংয়ের সময় ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা গেছে, অনন্ত জলিলসহ অনেকেই পাশাপাশি দাঁড়িয়ে আছেন উপরের দিকে মুখ করে। সবাই সমান মাটিতে দাঁড়ালেও উচ্চতা বাড়ানোর চেষ্টায় অনন্ত জলিলের পায়ের নিচে মাটি দিয়ে উচু করা হয়েছে।

সেসময় অনন্ত জলিলসহ অন্যান্য অভিনেতার পরনে ছিল সাদা স্যান্ডো গেঞ্জি, শর্ট প্যান্ট। গলায় বাঁশি ঝোলানো। তার পাশে অন্যান্য অভিনেতারা হলেন ইমন, জনসহ আরও অনেকে। ছবি দেখে নেটিজেনরা বলছেন, অন্য অভিনেতাদের সঙ্গে উচ্চতার মিল রাখতে অনন্ত জলিলকে দেখা গেছে পায়ের নিচে মাটি দিয়ে দাঁড়িয়ে থাকতে।

গত বছর শেষের দিকে এই সিনেমার শুটিং হয় এফডিসিতে। এরপর দেশ বিদেশ সবখানেই শুটিং হওয়ার কথা রয়েছে।

সিনেমাটিতে অভিনয় করছেন, অনন্ত জলিল, অমিত হাসান, জিয়াউল রোশান, মামনুন ইমন, নিরব হোসেন, জয় চৌধুরী, সাঞ্জু জন, শিপন মিত্র ও আমান রেজা। আরও অভিনয় করবেন আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, ড্যানি সিডাক, খোরশেদ আলম খসরু, কাজী হায়াত প্রমুখ।

দিনে কত টাকা ইনকাম করেন রতন টাটা

সিনেমাটিতে তুলে ধরা হবে স্বাধীনতা যুদ্ধের নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। মুক্তিযুদ্ধের সময় ‘অপারেশন জ্যাকপট’ নামের অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। ইতিহাসের সাহসী সে অভিযানের সোনালি সময়কে সঠিকভাবে তুলে ধরা হবে সিনেমাটিতে।