বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম তরুণ মুখ অনন্যা পান্ডে। স্টুডেন্ট অব দি ইয়ার টু সিনেমা দিয়ে ২০১৯ সালে বলিউডে অভিষেক ঘটে এ তারকার। বলিউডের এক সময়ের দাপুটে অভিনেতা চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে, তাই রুপালি জগতের সম্পর্কে আগে থেকেই ধারণা ছিল তার। সম্প্রতি একটি সাক্ষাত্কার দিয়েছেন এ অভিনেত্রী।
সাক্ষাত্কারে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি আগে থেকেই অভিনেত্রী হতে চাইতেন কিনা। কখন তিনি স্থির করেছিলেন অভিনয় করবেন?
জবাবে অনন্যা পান্ডে বলেন, ‘আমি সবসময় চাইতাম অভিনেত্রী হতে। আমার জীবনে এমন কোনো মুহূর্ত নেই, যেখানে আমি একবারের জন্য হলেও ভুল করে অভিনেত্রী হতে চাইনি। এ বিষয়ে আমি ছেলেবেলা থেকেই খুব স্পষ্ট ছিলাম। আমি প্রায়ই আমার মায়ের সঙ্গে মজা করে বলি, আমি তোমার প্রভাব থেকে বেরিয়ে এসে অভিনয় করছি।
আমি এমন একজন ব্যক্তি, যে প্রথম থেকেই শুধু অভিনয়কে পেশা হিসেবে নিতে চেয়েছি। আমার অভিনয়ের প্রতি ভালোবাসার অন্যতম কারণ আমি পর্দায় কারিনা ও কাজলকে দেখে বড় হয়েছি। সবসময় তাদের মতো হয়ে চেয়েছি। ছেলেবেলা থেকে গান ও নাচের পারফর্ম করার সময় আমি বেশ উপভোগ করতাম। নিজেকে বড় পর্দায় দেখতে চেয়েছি এবং সফল হতে কাজ করেছি।’
অনন্যা পান্ডে আরো বলেন, ‘কাজের সময় আমি নিজের সেরাটা দিতে চেষ্টা করি এবং পরিচালক যেমন চাইছেন সেভাবেই কাজ করি। গেহরাইয়া ওয়েব ফিল্মে কাজের সময় কিছু পরিবর্তন এসেছে। অভিনয়ের আসল স্বাদ আমি পেয়ে গিয়েছি, এটা চমত্কার একটি অভিজ্ঞতা।’
হিন্দি চলচ্চিত্র নির্মাতারা দক্ষিণের চলচ্চিত্র রিমেক করে আসছেন। এটা ঠিক কিনা এ নিয়ে প্রশ্ন করা হয় অনন্যা পান্ডেকে। তিনি বলেন, ‘আমি মনে করি, এটি একটি শিল্প। তাই আলাদা না মনে করে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি হিসেবেই দেখি আমি। আমি পুরী জগন্নাথ স্যারের মতো দুর্দান্ত পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তারা জানেন দর্শক কী চায়। রিমেক নিয়ে আমার ব্যক্তিগত কোনো মতামত বা ভাবনা নেই। ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।