বিনোদন ডেস্ক : বিতর্কে অনেক দিন আগেই নাম লিখিয়ে ফেলেছেন চাঙ্কি পাণ্ডেকন্যা অনন্যা। মাদককাণ্ডে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর নাম এসেছিল অনন্যার। ‘কফি উইথ করণে’ এসে বলিউড সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অনন্যা। কেরিয়ারের শুরুতে কীভাবে রোগা চেহারার জন্য তাঁকে ট্রোলের শিকার হতে হয়েছিল, তা নিয়ে স্পষ্ট মুখ খুললেন অনন্যা।
‘কফি উইথ করণ’ শোয়ে এসে অনন্যা বললেন, ”সিনেমায় পা দিতেই আমাকে অনেক কটূক্তি শুনতে হয়েছে। সোশ্যাল মিডিয়া ছেড়ে দিন। বলিউডের অনেক মানুষ আমার মুখের উপর নানারকম কথা বলেছে। কখনও বলেছে আমার স্তন নেই, মসৃণ বুক। কখনও বলেছে আমাকে দেখতে খারাপ। আমার পরিবারকেও নানা সময় অপমান করেছে সবাই।”
অনন্যার কথায়, ”এই ট্রোলিং আমার উপর খুবই প্রভাব ফেলেছে। মানসিক অবসাদেও চলে গিয়েছিলাম। তবে আমার পরিবার আমার পাশে ছিল।”
স্টারকিড হওয়ার কারণেই করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ ছবিতে সুযোগ পান অনন্যা। এই ছবিতে অনন্যা ছাড়াও ছিলেন টাইগার শ্রফ, তারা সুতারিয়া। ছবি বক্স অফিসে ফ্লপ হয়। তবে নজর কাড়েন অনন্যা। এরপর কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকরের সঙ্গে ‘পতী, পত্নী অউর উওহ’ ছবিতে দেখা যায় অনন্যাকে। সম্প্রতি দীপিকা পাড়কোনের সঙ্গে ‘গেঁহরাইয়া’ ছবিতে অভিনয় করে নজর কাড়েন অনন্যা।
অনন্যার কথায়, ”আমি অভিনয় ভালবাসি। অভিনেত্রীই হতে চেয়েছিলাম। এই ট্রোল আমার এই জেদকে নষ্ট করতে পারবে না।”
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel