বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা ও বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে কৈশোর থেকে নিজের চেহারার আকার নিয়ে নানা কটাক্ষের শিকার হয়ে আসছেন। বিশেষ করে নিতম্বের আকৃতি নিয়ে নানা মন্তব্য তাকে শুনতে হয়েছে। অনেকে অভিযোগ করেছেন, তিনি নাকি অস্ত্রোপচারের মাধ্যমে নিতম্ব বড় করেছেন। তবে এসব বিতর্ক নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অনন্যা পান্ডে।
Table of Contents
কৈশোরে অনন্যা পান্ডে কীভাবে কটাক্ষের শিকার হয়েছিলেন?
অনন্যা জানান, যখন তার বয়স ছিল ১৮-১৯ বছর, তখন তিনি খুবই রোগা ছিলেন। সেই সময় তার পাতলা শরীর নিয়ে বিভিন্নভাবে বিদ্রূপ করা হতো। কেউ বলত, “তোমার পা দুটো মুরগির ঠ্যাংয়ের মতো”, আবার কেউ বলত, “তোমার চেহারাটা দেয়াশলাইয়ের কাঠির মতো। তোমার তো স্তন কিংবা নিতম্ব কোনোটাই নেই।” এমন মন্তব্য তখন বারবার শুনতে হয়েছে তাকে।
বয়সের সঙ্গে বদলেছে শরীর, কিন্তু বন্ধ হয়নি সমালোচনা
অনন্যা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে তার শরীরের গঠনও পরিবর্তিত হয়েছে। এখন বয়স বৃদ্ধির সঙ্গে শরীর ভারি হলেও কটাক্ষ থামেনি। তিনি বলেন, “আমি স্বাভাবিকভাবেই বড় হচ্ছি, চেহারাও স্বাভাবিকভাবেই ভারি হচ্ছে। তারপরও বলা হচ্ছে, আমি নাকি অস্ত্রোপচার করিয়ে নিতম্বের আকার বৃদ্ধি করেছি। মানুষ যা-ই করুক, যেমনই লাগুক, কটাক্ষ শুনতেই হবে।”
নারীদের বেশি সমালোচনার মুখোমুখি হতে হয়: অনন্যা পান্ডে
অনন্যা মনে করেন, বিশেষ করে নারীদের লক্ষ্য করেই তির্যক মন্তব্য করা হয়। তিনি বলেন, “কিছু মানুষ সবসময় সমালোচনা করবে। বিশেষ করে নারীদের উদ্দেশে এমন কথা বেশি বলা হয়। পুরুষদের তেমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় বলে মনে হয় না।”
অভিনয় নিয়েও সমালোচনার শিকার হয়েছিলেন অনন্যা পান্ডে
অভিনয়ে আসার পরও প্রথম দিকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল অনন্যাকে। তারকা-সন্তান হওয়ার কারণে তাকে বারবার আক্রমণ করা হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে প্রমাণ করেছেন। সাম্প্রতিক সময়ে ‘খো গয়ে হম কঁহা’, ‘কল মি বে’ ও ‘কন্ট্রোল’ সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।