অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন অনন্যা পাণ্ডে

অনন্যা পাণ্ডে

বিনোদন ডেস্ক : অভিনেতা আদিত্যর সঙ্গে প্রেমে মজেছেন চাঙ্কিকন্যা অনন্যা পাণ্ডে—বলিউডের অন্দরে দীর্ঘদিন ধরেই এই গুঞ্জন। অবশেষে সেই গুঞ্জনকে সত্যি বলেই স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন, আদিত্য তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ।

অনন্যা পাণ্ডে

সম্প্রতি নেহা ধুপিয়ার পডকাস্ট শোয়ে অংশ নিয়েছিলেন অনন্যা। সেখানেই নানা কথার ফাঁকে ওঠে আদিত্যর প্রসঙ্গ। নেহার প্রশ্নের জবাবও দিয়েছেন অনন্যা।

অভিনেত্রী বললেন, ‌‘আদিত্য আমার বন্ধুর চেয়ে অনেক বেশি। বলতে পারি, আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ মানুষ। যাকে ছাড়া আমি ভাবতে পারি না। আদিত্যর সঙ্গে সময় কাটাতেও ভালো লাগে আমার। সবচেয়ে বড় ব্যাপার আদিত্য আমাকে বোঝে। হয়তো ভবিষ্যতটাও এভাবেই সাজাব।’

অনন্যার এই কথাতেই রয়েছে বিয়ের ইঙ্গিত। তবে এখনই বিয়ের তারিখ জানাতে নারাজ চাঙ্কিকন্যা।

এর আগে এমন ইঙ্গিত ‘কফি উইথ করণ’ শোয়েও দিয়েছিলেন অনন্যা। সেই সময় সারা আলির কাছে করণ জানতে চান, ‘এমন কী অন্যন্যার আছে যা তোমার কাছে নেই?’

উত্তরে সারা বলেন, ‘নাইট ম্যানেজার।’ যা কিনা আদিত্য রায়কাপুর অভিনীত সিরিজ। সারার কথা শুনে লজ্জায় লাল হয়ে যান অনন্যা। এরপরই আবার বলে বসেন, ‘অনন্যা রায় কাপুরের মতো অনুভূতি হচ্ছে।’

সূত্রের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম বলছে, অনন্যা ও আদিত্যর বাড়ি থেকে এই প্রেম নিয়ে কোনো আপত্তি নেই। দুই পরিরাবের লোকজনই চাইছেন এই প্রেমের পরিণতি যেন ছাদনাতলায় ঘটে।

শোনা যাচ্ছে, সব ঠিকঠাক চললে, চলতি বছরের শেষদিকে বাগদানও সারবেন অনন্যা ও আদিত্য। তবে বিয়ের খবর রটলেও, চুপ রয়েছেন অনন্যা-আদিত্য!