নতুন পরিচয়ে আসছেন অনন্যা পাণ্ডে

Pandey

বিনোদন ডেস্ক : মুক্তির অপেক্ষায় রয়েছেন অনন্যা পাণ্ডের প্রথম ওয়েব সিরিজ ‘কল মি বে’। অভিনেত্রীর বাইরেও এই সিরিজটিতে আরও এক পরিচয়ে রয়েছেন তিনি। অনন্যা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, এই প্রথম তিনি সেটে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

Pandey

সেই পোস্টে লিখেন, ‘আজ সেটে প্রথম সহকারী পরিচালক হিসেবে কাজ করছি।’ ছবিতে তাকে সেটে বসেই চিত্রনাট্য পড়তে দেখা গেছে। এ ছাড়া গুঞ্জন আছে, সিরিজটির প্রযোজনার সঙ্গেও জড়িত অনন্যা। এ ছবির মাধ্যমে হয়তো তিনি সেই ইঙ্গিতই দিয়েছেন।

‘কল মি বে’-তে অনন্যাকে একজন ফ্যাশন তারকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ওটিটি প্ল্যাটফর্মটি সম্প্রতি এ সিরিজের পোস্টারও প্রকাশ্যে এনেছে।

পোস্টারে লেখা রয়েছে, ‘শহরে একজন নতুন ফ্যাশনিস্তা এসেছেন, তিনি এখানেই থাকবেন আর সব স্বাভাবিক ধারণা ভেঙে গুঁড়িয়ে গড়বেন নতুন কিছু। নতুন সিরিজ “কল মি বে” আসছে।’

নতুন কোন বিপদের মুখে পড়লেন শাহরুখ

অনন্যাকে শেষ দেখা গেছে ‘খো গ্যায়ে হাম কাহা’তে। এই ছবিতে তার অভিনয়ও খুব প্রশংসিত হয়েছিল।