মিশরের পিরামিডের মতো ‘দরজা’র খোঁজ পাওয়া গেল মঙ্গল গ্রহে!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: হুবহু মিশরের র‌্যামসেস পিরামিডের মতো ‘দরজা’র খোঁজ মিলেছে মঙ্গল গ্রহে? সম্প্রতি নাসার কিউরিওসিটি রোভারে যে ছবি ধরা পড়েছে সেখানে দেখা গিয়েছে মঙ্গলের একটি পাহাড়ের গা কেটে যেন দরজার মতো বানানো হয়েছে। এই ছবি সামনে আসার পর থেকে কন্সপিরেসি থিওরিস্টরা বলছেন, এই ছবিই প্রমাণ করছে যে এক সময় লালগ্রহে ভিন্‌গ্রহীদের উন্নত সভ্যতা … Continue reading মিশরের পিরামিডের মতো ‘দরজা’র খোঁজ পাওয়া গেল মঙ্গল গ্রহে!