গ্রাহকদের তীব্র আন্দোলন ও আপত্তির মুখে একীভূত হওয়া ইসলামী ব্যাংকগুলোর আমানতে ‘হেয়ারকাট’ সংক্রান্ত আগের সিদ্ধান্ত থেকে আংশিকভাবে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তিশ্রেণীর গ্রাহকরা ২০২৪ ও ২০২৫ সালের আমানতের বিপরীতে ৪ শতাংশ হারে মুনাফা পাবেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের হিসাব থেকে আগেই দেওয়া মুনাফা কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সে সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে আমানতকারীরা তাদের স্থিতির ওপর কোনো মুনাফা পেতেন না। আন্তর্জাতিক রীতি অনুসরণ করে দুই বছরের মুনাফা ‘হেয়ারকাট’ হিসেবে সমন্বয়ের কথা জানানো হয়েছিল।
বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্তের কথা পাঁচ ব্যাংকের প্রশাসকদের চিঠির মাধ্যমে জানায়। একই সঙ্গে সব আমানত হিসাব পুনরায় গণনার নির্দেশ দেওয়া হয়।
যে পাঁচ ব্যাংক একীভূত হয়েছে, সেগুলো হলো-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এসব ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে নতুন একটি ব্যাংক গঠন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আগে জানিয়েছিলেন, ২০২৪ ও ২০২৫ সালে এই পাঁচ ব্যাংক বড় অঙ্কের লোকসান করেছে। সে কারণে ওই দুই বছরের জন্য আমানতকারীদের কোনো মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকগুলোতে ৭ থেকে ৯ শতাংশ হারে মুনাফাভিত্তিক আমানত থাকায় এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গ্রাহকরা তাদের অর্জিত মুনাফা হারানোর পাশাপাশি আমানতের স্থিতিও কমে যাওয়ার আশঙ্কায় পড়েন।
এ সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন স্থানে গ্রাহকরা আন্দোলনে নামেন। ব্যক্তিশ্রেণীর আমানতকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ ব্যাংক অবস্থান পুনর্বিবেচনা করে নতুন প্রজ্ঞাপন জারি করে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তিশ্রেণীর গ্রাহকদের ২০২৪ ও ২০২৫ সালের আমানতের ওপর ৪ শতাংশ হারে মুনাফা প্রদান করা হবে। তবে প্রাতিষ্ঠানিক ও বড় আমানতের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত বহাল থাকবে কি না- সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই পাঁচ ব্যাংকে বর্তমানে প্রায় ৭৫ লাখ আমানতকারীর ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। বিপরীতে ব্যাংকগুলোর ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশই ইতোমধ্যে খেলাপিতে পরিণত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


