ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর সংবাদ প্রকাশ্যে আসার পর থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে শাহবাগে রাস্তা আটকে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীদের জন্য রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে খাবার নিয়ে শাহবাগে ছুটে এসেছেন রাশিদা রহমান (৬০) নামে এক গৃহিণী।

তার সঙ্গে কথা বলে জানা যায়, তিনি আন্দোলনকারীর জন্য নিজের জমানো টাকা দিয়ে কলা-পাউরুটি, খেজুর ও শুকনো খাবার কিনে নিয়ে গেছেন। তিনি বলেন, ‘আমার সন্তানতুল্য ছেলে মারা গেছে। সারা রাত ঘুমাতে পারিনি। ওর মুখটা চোখের সামনে ভাসছে।
সকালে উঠেই নিজের জমানো টাকা দিয়ে খাবারগুলো কিনেছি। ওসমান হাদি হত্যার প্রতিবাদকারীদের মাঝে খাবারগুলো বিতরণ করব।’
এদিকে, বিক্ষোভকারীদের স্লোগানে উত্তাল শাহবাগ। সমবেত কণ্ঠে তারা ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন। কেউ মিছিল সহকারে, আবার কেউ কেউ নিজ নিজ উদ্যোগে জড়ো হচ্ছেন শাহবাগে।
শনিরআখড়া থেকে আশফাকুর রহমান নামে এক মাদরাসা শিক্ষার্থী শাহবাগে এসে বিক্ষোভে যোগ দিয়েছেন। তিনি জানান, ওসমান হাদির মতো সাহসী দেশপ্রেমিকে হারিয়ে আমরা শোকাহত। আমরা একজন সাচ্চা দেশপ্রেমিককে হারিয়েছি। রাতে ঘুমাতে পারিনি। প্রতিবাদ জানাতে সকালেই এখানে চলে এসেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



