আন্দোলনকারীদেরকে যে পরামর্শ দিলেন জনপ্রশাসন মন্ত্রী

Forhad Hossain

জুমবাংলা ডেস্ক : যারা দেশের উন্নয়ন সহ্য করতে পারে না তাদের প্ররোচনায় বা ষড়যন্ত্রে পা না দিয়ে কোটা আন্দোলনকারীদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই পরামর্শ দেন।

Forhad Hossain

ফরহাদ হোসেন বলেন, আলোচনার ভিত্তিতে যৌক্তিকভাবে কোটা পদ্ধতির সংস্কার হওয়া উচিৎ। একদল মানুষ আছে যারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাদের প্ররোচনায় পড়ে আন্দোলনে যাবেন না।

তিনি আরও বলেন, কোটার বিষয়টির সহজ সমাধান আদালতেই হবে। পানির মত সহজ বিষয়টি কে কঠিন করছে? যারা দেশের উন্নয়ন সহ্য করতে পারে না তাদের ষড়যন্ত্রে পা না দিয়ে আন্দোলনকারীরা আদালতে যাক। আদালত সবার কথা শুনে সুন্দর সমাধান দেবে। আদালতে না গিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন অযৌক্তিক।

জিম করে নয়, এই দুই খাবার খেয়েই ১৬৬ কেজি থেকে হলেন ৫৯ কেজি মহিলা

মন্ত্রী বলেন, এখনও যারা কোটা আন্দোলন করছেন তাদের বলি- আমি একজন শিক্ষক। আদালতের বিষটি আদালতেই নিষ্পত্তি করতে হবে।