স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলের ৩৫তম ম্যাচে রবিবার (২৩ এপ্রিল) দিনের প্রথম ম্যাচে ৮ রানের জয় পেয়েছে গুজরাট। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে হার্দিক পান্ডিয়ার দল। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রানে থামে কলকাতার ইনিংস।
এ ম্যাচে গুজরাট টাইটান্সের ইনিংসের শেষ ওভারে বল হাতে নিয়ে ৪ উইকেট তুলে নেন আন্দ্রে রাসেল। পর ব্যাট হাতেও তোলেন ঝড়। কিন্তু তার এমন দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য শেষ পর্যন্ত বৃথা গেল। কারণ পরাজিত দল হিসেবেই মাঠ ছাড়ে কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরের অষ্টম ম্যাচে কলকাতার এটা পঞ্চম হার। অনদিকে, সপ্তম ম্যাচে গুজরাটের এটা ষষ্ঠ জয়। ১২ পয়েন্ট সংগ্রহ করে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে। আর ৮ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে কলকাতা আছে সপ্তম স্থানে।
গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারটি করার জন্য আন্দ্রে রাসেলকে ডাকেন কেকেআর অধিনায়ক শ্রেয়াস আয়ার। মাত্র এক ওভার হাত ঘুরিয়ে রাসেল যা করলেন তা রীতিমত অবিশ্বাস্য। মাত্র এক ওভার বল করে সেই ওভারেই তুলে নিলেন ৪ উইকেট।
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে তিনিই একমাত্র বোলার যিনি ইনিংসে মাত্র ১ ওভার বল করে ৪ উইকেট শিকার করেছেন। তবে আইপিএলে এক ওভারে ৪ উইকেট শিকার করা বোলারদের তালিকায় তিনি আছেন তৃতীয় স্থানে। তার আগে যুজবেন্দ্র চাহাল (২০২২) ও অমিত মিশ্র (২০১৩) এক ওভারে ৪ উইকেট নিয়েছিলেন। কিন্তু এই দুইজন এক ওভারে ৪ উইকেট নিলেও ইনিংসে এক ওভারের বেশি বল করেছিলেন।
এদিন আন্দ্রে রাসেল প্রথম বলেই অভিনব মনহরকে ডিপ মিডউইকেটে রিংকু সিংয়ের তালুবন্দি করে সাজঘরে ফেরান। পরের বলে লোকি ফার্গুসনকে আবারও ডিপ মিডউইকেটে রিংকুর তালুবন্দি করিয়ে আউট করেন। তৃতীয় বলে ১ রান নেন আলজারি যোসেফ। চতুর্থ বলটিকে মিড উইকেট দিয়ে বাউন্ডারিতে পাঠান রাহুল তেওয়াটিয়া। পরের বলে তাকে রিংকু সিংয়ের হাতে ক্যাচ বানিয়ে আউট করেন রাসেল। ষষ্ঠ বলে নতুন ব্যাটসম্যান যশ দয়ালকে কট অ্যান্ড বোল্ড করে নতুন নজির গড়েন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।