Android ফোনে লুকানো কিছু শক্তিশালী ফিচার

লুকানো ফিচার

লুকানো ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Android ফোনে লুকানো কিছু এ অসংখ্য কিছু ফিচার রয়েছে। এর মধ্যে অধিকাংশ ফিচার অনেক শক্তিশালী। তাই যেকোনো ফিচার ব্যবহারের আগে ভালোভাবে এর কাজ সম্পর্কে বুঝে নিন।

জেনে নেওয়া Android ফোনে লুকানো ফিচারসমুহের কাজ সম্পর্কে :

Process Stats : ডিভাইসে চলমান সকল প্রসেসের ডিটেইলস একনজরে জানতে এই ফিচারটি ব্যবহার করা যায়।

Revoke USB debugging authorizations : প্রতিবার ইউএসবি দ্বারা পিসি ডিবাগ করতে কানেক্ট করা হলে আরএসএ কি ফিংগারপ্রিন্ট দ্বারা কানেকশন স্বয়ংক্রিয়ভাবে অথোরাইজ হয়। এই ফিচারটি চালু করলে অথোরাইজেশন চলে যাবে ও পরবর্তী সময় ডিবাগিং করতে পুনরায় অথোরাইজ করতে হবে।

Allow Mock Locations : এটি একটি মজার ফিচার। এই ফিচারটি ব্যবহার করে পছন্দমত যেকোনো একটি লোকেশন নিজের লোকেশন হিসেবে শেয়ার করা যাবে। যারা নিজের লোকেশন ইনফরমেশন শেয়ার করতে চান না, তাদের এটি কাজে আসবে।

Ayesha Sharma ব্রা ছাড়াই ছবি তুললেন, মুহূর্তেই ভাইরাল

Desktop Backup Password : এডিবি কমান্ড ব্যবহার করে কম্পিউটারে Android ডিভাইসের ব্যাকাপ নেওয়া সম্ভব। এই অপশন চালু করলে ব্যাকাপ ফাইলে পাসওয়ার্ড প্রদান করা অত্যাবশ্যক হয়ে যায়। যার ফলে ব্যাকাপ ফাইলসমূহ এনক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকবে ও প্রতিবার ফাইল অ্যাকসেস করতে পাসওয়ার্ড প্রদান করতে হবে। তবে পাসওয়ার্ড রিসেট করার কোনো সুযোগ নেই এই ক্ষেত্রে, তাই পাসওয়ার্ড ভুলে গেলে ব্যাকাপ ফাইল হারাতে হবে।

Take Bug Report : এই অপশনে ট্যাপ করলে সিস্টেম ডিভাইসের সকল সেকশন ও প্যাকেজ স্ক্যান করে বাগ রিপোর্ট সংগ্রহ করবে ও লগ ফাইল আকারে সেগুলো সেভ হবে যা ইমেইল আকারে পাঠানো সম্ভব। বাগ রিপোর্ট সম্পূর্ণভাবে তৈরী করতে কিছু সময় লাগে। কাস্টম রম ও কার্নেল টেস্টিং এর জন্য এই ফিচারটি অধিক ব্যবহার হয়।

Stay Awake : এই ফিচারটির কাজ নাম শুনেই বোঝা যায়। এই ফিচারটি চালু থাকলে ফোন চার্জে থাকাকালীন ডিসপ্লে সবসময় অন থাকবে।

Iphone এর সিক্রেট ১৩টি সুবিধা

Enable Bluetooth HCI Snoop Log : একজন নেটওয়ার্ক নিরাপত্তা বিশেষজ্ঞ বিশেষ প্রয়োজনে ব্লুটুথ এইচসিআই ক্যাপচার ও এনালাইজ করতে এই ফিচারটি ব্যবহার করতে পারেন। এটি মূলত এক্সপার্ট লেভেল ফিচার যা সাধারণ ব্যবহারকারীদের কোনো কাজে আসবেনা।

Select Debug app : এই ফিচারটি ব্যবহার করে ডিবাগ কোন অ্যাপটি দিয়ে করতে চান, তা সিলেক্ট করতে পারবেন। এটিও একটি প্রো-লেভেল ফিচার, তাই এটি থেকে দূরে থাকা শ্রেয়।

Show Layout Bounds : স্ক্রিনের সকল ইউআই এলিমেন্টের এজ এ বাউন্ডারি মার্ক দেখা যাবে এই ফিচারটি চালু করলে। এটিও সাধারণ ব্যবহারকারীদের জন্য কোনো ফিচার নয়।

Force RTL Layout Direction : এই অপশনটি মূলত ডানদিক থেকে যেসব ভাষার লেখা শুরু, সেসব ভাষার ক্ষেত্রে কাজে আসবে, যেমনঃ আরবী। এই ফিচারটি চালু করলে স্ক্রিনের সকল ইউআই এলিমেন্ট ডানদিকে স্থানান্তরিত হয়।

Smartphone স্লো হলে ফাস্ট করার নিয়ম

Window animation scale : উইন্ডো চালু ও বন্ধ হওয়ার সময় যে এনিমেশন প্রদর্শন করে, তা এই অপশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এটি যত কম রাখা হবে, যেকোনো উইন্ডো তত দ্রুত ওপেন ও ক্লোস হবে। আবার বেশি রাখলে, সেক্ষেত্রে উইন্ডো চালু বা বন্ধ হওয়ার এনিমেশন স্লো দেখানো হবে।

Transition animation scale : এটিও অনেকটা আগের অপশনের মতোই। তবে এই ফিচারটি ব্যবহার করে একাধিক অ্যাপ বা উইন্ডো সুইচের এনিমেশন নিয়ন্ত্রণ করা যায়।

Simulate secondary displays : প্রাইমারি ডিসপ্লের পাশাপাশি সেকেন্ডারি ডিসপ্লে ব্যবহারের প্রয়োজন হয় ডেভলপারদের। মূলত এটিও সাধারণ ব্যবহারকারীদের কোনো কাজে আসবেনা।

Verify apps over USB : ইউএসবি ডিবাগিং চালু থাকলে এডিবি কমান্ড ব্যবহার করে Android ব্যবহারকারীগণ অ্যাপ ইন্সটল করতে পারবেন। যেহেতু এডিবি কমান্ড ব্যবহার করে অ্যাপ সাইড-লোড করা একটি ডেভলপার ফিচার, তাই অ্যাপ ইন্সটলের সময় ক্ষতিকর কনটেন্টের জন্য স্ক্যান করা হয়না। এই অপশনটি চালু করে ইউএসবি দ্বারা অ্যাপ ইন্সটলের সময় অ্যাপ স্ক্যান ও ভেরিফাই করা হবে।

Show touches : এই ফিচারটি চালু থাকলে স্ক্রিনে প্রতিবার টাচ করলে টাচের এরিয়াতে একটি ছোট ডট আকার দেখা যাবে, যা টাচ ঠিকভাবে কাজ করছে কিনা তা বুঝতে ব্যবহার হতে পারে।

Pointer Location : এই অপশনটি চালু করলে স্ক্রিনে একটি গ্রাফ ওভারলে দেখা যাবে, যেখানে টাচ রেজিস্টার হলে সে সম্পর্কত তথ্য দেখা যাবে।

Show Surface Updates : সার্ফেস আপডেট অপশনটি চালু না করাই ভালো। এটি চালু করলে স্ক্রিনের যে অংশ আপডেট হবে, সেটি জ্বলে উঠবে। এই অপশনটি কিছুটা বিরক্তির কারণ হতে পারে, তাই চালু না করার পরামর্শ থাকবে।

Force GPU rendering : এই ফিচারটি চালু করলে জিপিইউ ব্যবহারের বদলে ২ডি রেন্ডারিং ব্যবহার করে। জিপিইউ এর উপর চাপ কমাতে এই ফিচারটি ব্যবহার করা যায়।

YouTube আনল লিসেনিং কন্ট্রোল ফিচার

Show GPU view updates : এই ফিচারটি চালু করলে স্ক্রিনে একটি লাল ওভারলে দেখতে পাবন, যা ডিভাইসে জিপিউউ ব্যবহার হলে তবে জ্বলে উঠবে। এটিও সাধারণ ব্যবহারকারীদের কোনো কাজের ফিচার নয়।

Show hardware layer updates : জিপিইউ দ্বারা রেন্ডার করা হার্ডওয়্যার লেয়ার এর আপডেট দেখানো হবে এই ফিচারটি চালু করলে। এই ফিচারটিও ডেভলপারদের জন্য তৈরি।

Debug GPU overdraw : একটি অ্যাপ যখন অন্য অ্যাপের উপর ওভারলে আকারে কাজ করতে চায়য তখন ওভারড্র ঘটে। যেমনঃ ইউটিউবের ব্যবহারের সময় মেসেঞ্জার চ্যাটহেড ব্যবহার করা ওভারড্র এর মধ্যে পড়ে। এই অপশনটি চালু করলে একজন ডেভলপার জিপিইউ ওভারড্র সম্পর্কে জানতে পারবেন।

Force 4x MSAA : মাল্টি-স্যাম্পল এন্টি-এলাইসিং বা এমএসএএ দ্বারা স্ক্রিনে বেটার গ্রাফিক্স আউটপুট পাওয়া যায়৷ এই ফিচারটি চালু করলে গ্রাফিক্স ৪গুণ পর্যবত আউটপুট পেতে পারেন, তবে পারফরম্যান্স ইস্যু দেখা যেতে পারে।

Show CPU usage : ওভারলে এর মাধ্যমে সিপিইউ ইউসেস এর তথ্য স্ক্রিনের টপ রাইট কর্নারে দেখা যাবে এই ফিচারটি চালু করে। যদিও এটি একটি ডেভলপার এর জন্য ফিচার, তবে বিভিন্ন প্রসেস কি পরিমাণ সিপিইউ দখল করছে তা জানা যায় এই ফিচার ব্যবহার করে।

Enable OpenGL traces : এই অপশনটি চালু করলে ওপেন জিএল এরর স্ক্যান করবে ডিভাইস ও এসব তথ্যকে একটি লগ ফাইলে সেভ করবে। এটিও সাধারণ ব্যবহারকারীদের কোনো কাজে আসার মত ফিচার নয়।

Don’t keep activities : এই ফিচারটি সম্পর্কে হয়ত আপনি আগে শুনেছেন। যদিও এই ফিচারটি পারফরম্যান্স বুস্ট করতে সক্ষম বলে শোনা যায়, তবে এটি সত্য নয়। এই ফিচারটি চালু করলে যে অ্যাপটিতে প্রবেশ করবেন, সেটি ছাড়া অন্যসব অ্যাপের একটিভিটি ক্লোস হয়ে যাবে। এতে পারফরম্যান্স বুস্ট পেলেও ভালো সমস্যায় পড়তে হয়। প্রতিটি অ্যাপ চালু হতে অনেক সময় নেয় এই ফিচারটি চালু করলে। এছাড়াও ভুলে অ্যাপ ক্লোস হয়ে গেলেও সেক্ষেত্রে অ্যাপ রিস্টার্ট নেয়। মাল্টিটাস্কিং যাদের পছন্দের ফিচার, তাদের জন্য এটি দুঃস্বপ্ন বলা চলে। তাই এই ফিচারটি খুব বুঝেশুনে গুরুত্বপূর্ণ কারণ ছাড়া চালু করবেন না।

Background process limit : এই ফিচারটি দ্বারা ব্যাকগ্রাউন্ডে কতগুলো প্রসেস একসাথে চলবে তা সিলেক্ট করে দেওয়া যায়। এটির ব্যবহার এড়িয়ে চলা পরামর্শ চলবে, কেননা ইউজার এক্সপেরিয়েন্স বেশ বাধা প্রদান করে এই ফিচার।

নিরাপত্তা ঝুঁকিতে লাখ লাখ রাউটার