বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জুলাইয়ের শেষ দিকে উন্মোচিত হয়েছে গুগলের নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৩। নতুন অপারেটিং সিস্টেম আগমনের এক মাস পূর্ণ হওয়ার আগেই অ্যান্ড্রয়েড ১৪ এর বেটা ভার্সনের তথ্য প্রকাশ করেছে গুগল। চমক হিসেবে অ্যান্ড্রয়েডের এই নতুন ভার্সনে স্যাটেলাইট সংযোগ থাকবে, এমনটাই দাবি করেছেন গুগল ইকোসিস্টেমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিরোশি লকহেইমার।
তিনি বলেন, অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণে স্যাটেলাইটের সংযোগ থাকবে। এ জন্য গুগল অংশীদারদের সাহায্য করবে। আশা করা যাচ্ছে, ২০২৩ সালে বেটা ভার্সন চালু হবে।
হিরোশি লকহেইমার বলেন, বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করতে হ্যান্ডসেট সরাসরি স্যাটেলাইটের সাথে যুক্ত করা হবে, যা এখনকার সেলুলার কানেক্টিভিটির থেকে একেবারে আলাদা হবে।
এদিকে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের স্পেসএক্স এবং টি-মোবাইল মার্কিন যুক্তরাষ্ট্রের স্মার্টফোনে স্যাটেলাইট সংযোগ আনতে হাত মিলিয়েছে। টি-মোবাইল প্রত্যন্ত অঞ্চলে মোবাইল ব্যবহারকারীদের ওয়্যারলেস কানেক্টিভিটি দেওয়ার জন্য স্টারলিংকের স্যাটেলাইট ব্যবহার করার পরিকল্পনা করছে। এ পরিষেবার অধীনে, ২০২৩ সালের জুনের মধ্যে টি-মোবাইলে স্যাটেলাইটের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহক।
এ বিষয়ে ইলন মাস্ক টুইটারে বলেন, বিশ্বব্যাপী ইন্টারনেটের ডেড জোন নির্মূল করার পরিকল্পনা নিয়ে ২০২৩ সালে স্টারলিংক ভি২ পরিষেবা চালু করবে।
টেক জায়ান্ট অ্যাপল ৭ সেপ্টেম্বরে আইফোন ১৪ সিরিজ বাজারে আনছে। এই সিরিজে স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার যুক্ত করা হতে পারে। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, স্যাটেলাইট সংযোগের জন্য ইতোমধ্যেই হার্ডওয়্যার পরীক্ষা শেষ হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।