বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আপনি যদি Motorola স্মার্টফোন ব্যবহার করেন, তাহলে সতর্ক থাকুন! Android 15 আপডেট করার পর অনেক ডিভাইসেই বড় সমস্যা দেখা যাচ্ছে।
কী সমস্যা হচ্ছে?
Android Authority-এর রিপোর্ট অনুযায়ী, ThinkPhone, 2023 Razr Plus, Edge 50 Neo-সহ একাধিক Motorola ফোনে স্টক লঞ্চার ক্র্যাশ করছে। ফলে হোম স্ক্রিন অকার্যকর হয়ে যাচ্ছে এবং ফোনের স্বাভাবিক ব্যবহারে ব্যাঘাত ঘটছে।
কাদের বেশি সমস্যা হচ্ছে?
- ডিফল্ট স্টক লঞ্চার ব্যবহারকারীদের ফোন একপ্রকার অচল হয়ে যাচ্ছে।
- থার্ড-পার্টি লঞ্চার (Nova Launcher, Microsoft Launcher) ব্যবহারকারীরা তুলনামূলক কম সমস্যায় পড়ছেন, তবে কিছু ক্ষেত্রে সিস্টেম সেটিংসেও প্রভাব পড়ছে।
করণীয় কী?
- আপাতত Android 15 আপডেট ইন্সটল করা থেকে বিরত থাকুন।
- যদি ইতিমধ্যেই আপডেট করে থাকেন, তবে থার্ড-পার্টি লঞ্চার ইনস্টল করার চেষ্টা করুন।
- Motorola-এর পক্ষ থেকে কোনো অফিসিয়াল সমাধান এলে তা অনুসরণ করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।